৫ উত্তর কোরীয় নাগরিকের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

ফানাম নিউজ
  ১৩ জানুয়ারি ২০২২, ০২:৩৮

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে জড়িত উত্তর কোরিয়ার পাঁচ নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। বুধবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। উত্তর কোরিয়ার পক্ষ থেকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার দাবির একদিন পর নিষেধাজ্ঞা জারি করলো বাইডেন প্রশাসন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়, নিষেধাজ্ঞার আওতায় থাকা উত্তর কোরিয়ার পাঁচ নাগরিক দেশটির গণবিধ্বংসী অস্ত্র ও ব্যলিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি সংশ্লিষ্ট সরঞ্জাম কেনাকাটায় জড়িত।

এক বিবৃতিতে ট্রেজারি ফর টেরোরিজম অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্সের আন্ডার সেক্রেটারি ব্রায়ান নেলসন বলেন, যুক্তরাষ্ট্রের গণবিধ্বংসী অস্ত্র ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ঠেকানোর উদ্যোগের অংশ আজকের এই পদক্ষেপ (নিষেধাজ্ঞা)। অস্ত্রের জন্য অবৈধ কেনাকাটায় জড়িত বিদেশি প্রতিনিধিদের নিশানা করা অব্যাহত থাকবে।

মঙ্গলবার তৃতীয়বারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা জানায় উত্তর কোরিয়া। শব্দের চেয়ে পাঁচগুণ দ্রুত ছোটা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যলিস্টিক ক্ষেপণাস্ত্রের চেয়ে বেশি সময় শত্রুর চোখ ফাঁকি দিতে পারে।

এর মধ্যে দুইটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে এক সপ্তাহের মধ্যে। নববর্ষের ভাষণে কিম জং উন পিয়ংইয়ংয়ের প্রতিরক্ষা জোরালো করার প্রতিশ্রুতি দেওয়ার পরই এই পরীক্ষা চালানো হয়।

মঙ্গলবারের পরীক্ষাটি শনাক্ত করে দক্ষিণ কোরিয়া এবং জাপান। দেশ দুইটি জানায় ক্ষেপণাস্ত্রটি উত্তর কোরিয়া থেকে সমুদ্রে ছোড়া হয়েছে। পরে কেসিএনএ জানায় এটি ছিল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র।