শিরোনাম
ভূমধ্যসাগরীয় দ্বীপরাষ্ট্র সাইপ্রাসে ৬ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে।
মঙ্গলবার (১১ জানুয়ারি) বাংলাদেশ সময় সকাল ৭টার দিকে ভূকম্পনটি আঘাত হানে বলে জানা গেছে। ইউএসজিএস জানিয়েছে, শক্তিশালী ভূকম্পনটি সাইপ্রাসের পশ্চিমাঞ্চলীয় উপকূলে আঘাত হানে। যার উৎপত্তিস্থল ছিল পশ্চিম-উত্তর-পশ্চিমাঞ্চলীয় পিলস শহর থেকে ৪৮ কিলোমিটার দূরে।
ভূমিকম্পের তীব্রতা অনুভূত হয় ফিলিস্তিন, তুরস্ক, মিসর, গ্রিস, ইসরাইল ও লেবাননেও।
ভৌগোলিক অবস্থানের কারণে সাইপ্রাস তুলনামূলক কম ভূমিকম্প-প্রবণ অঞ্চল। এই ধরনের শক্তিশালী ভূমিকম্প খুব হওয়ার নজির রয়েছে দেশটিতে। এর আগে ১৯৯৬ সালে শক্তিশালী ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়েছিল সেখানে। সেসময় দুইজন নিহত হয়েছিলেন। তারও আগে ১৯৫৩ সালে দেশটির পাফোস অঞ্চলে ভূমিকম্পে মারা যান ৪০ জন এবং বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়।
সূত্র: এএফপি, এনডিটিভি