যুক্তরাষ্ট্রে একদিনে করোনা শনাক্তে রেকর্ড

ফানাম নিউজ
  ১১ জানুয়ারি ২০২২, ১১:১৬

বিশ্বজুড়ে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হওয়ার পর সংক্রমণ বেড়েই চলেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোতে বর্তমানে ওমিক্রন সুনামি চলছে। দৈনিক সংক্রমণে প্রতিদিন নতুন নতুন রেকর্ড হচ্ছে। গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ১১ লাখের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে, যা একদিনের হিসাবে সর্বোচ্চ। এর আগে গত ৩ জানুয়ারি দেশটিতে ১০ লাখের বেশি শনাক্ত হয়েছিল।

বার্তা সংস্থা রয়টার্সের হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রে সোমবার (১০ জানুয়ারি) ১১ লাখ ৩০ হাজার জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে গত সাতদিনে গড়ে ৭ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য বলছে, এদিন যুক্তরাষ্ট্রে এক হাজার দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে আট লাখ ৬১ হাজার ৩৩৬ জনে।

অন্যদিকে, বর্তমানে যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে এক লাখের ৩৫ হাজার ৫০০ জন মানুষ হাসপাতালে চিকিৎসাধীন। দৈনিক শনাক্তের রেকর্ডের দিনে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যায় এটাই সর্বোচ্চ।

এর আগে গত বছরের জানুয়ারিতে রেকর্ড ১ লাখ ৩২ হাজার মানুষ হাসপাতালে ভর্তি হয়েছিল। ১১ সেপ্টেম্বরে যে সংখ্যা ছিল এক লাখ। তবে নভেম্বরে ভর্তি রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছিল ৪৫ হাজারে। তারপর থেকেই আস্তে আস্তে করোনার সংক্রমণ বাড়তে থাকে।

বিশ্বজুড়ে করোনাভাইরাসের দুই ধরন ডেল্টা ও ওমিক্রনের কারণে সংক্রমণ যেভাবে বাড়ছে তাকে সুনামির সঙ্গে তুলনা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচএ)। এই বিপজ্জনক পরিস্থিতির বিষয়ে সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রস আধানম গেব্রেয়েসুস।