শিরোনাম
ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন, ইরানের সঙ্গে কোনো পরমাণু চুক্তিতে যাবে না ইসরাইল। বার্তা সংস্থা রয়টার্স সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সংসদীয় কমিটির এক ব্রিফিংয়ে সোমবার বেনেট বলেন, ভিয়েনায় পরমাণু আলোচনা নিয়ে আমরা অবশ্যই উদ্বিগ্ন…তবে ইসরাইল ওই চুক্তির অংশ নয়।
তিনি আরও বলেন, যদি কোনো লিখিত চুক্তি স্বাক্ষরিত হয়, তাহলে ইসরাইল চুক্তির ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ নয়। ইসরাইল কোনো বাধা ছাড়াই পূর্ণ স্বাধীনতা নিয়ে কাজ করবে বলেও জানান তিনি।
এর আগে ইরান যখন একটি চুক্তিতে আসার ব্যাপারে সম্মত হয়েছিল, তখন ইসরাইল বিশ্ব শক্তিধর দেশগুলোর কাছে ইরানের বিরুদ্ধে বিশ্বাসযোগ্য সামরিক বিকল্প রাখার ব্যাপারে আহ্বান জানিয়েছিল।
সে সময় কয়েকজন বিশেষজ্ঞ ইরানকে থামানোর জন্য ইসরাইলের নিজস্ব সামরিক সক্ষমতা আছে কী সেই প্রশ্ন তুলেছিলেন।
এদিকে, ২০১৫ সালের পরমাণু চুক্তি ফের পুনর্বহাল করার জন্য ভিয়েনায় ইরানের সঙ্গে বিশ্বশক্তিধর দেশগুলোর আলোচনা চলছে। তবে যুক্তরাষ্ট্র সরাসরি এই আলোচনায় অংশ নিচ্ছে না।