গোঁফ না ছেঁটেই কাজে ফিরলেন সেই কনস্টেবল

ফানাম নিউজ
  ১১ জানুয়ারি ২০২২, ০৭:৩২

গোঁফ না ছাঁটার কারণে সাময়িক বরখাস্ত হওয়া ভারতের মধ্যপ্রদেশের পুলিশ কনস্টেবল রাকেশ রানা কাজে ফিরেছেন। রানার সাময়িক বরখাস্তের আদেশ যথাযথ কর্তৃপক্ষ না দেওয়ার কারণে তাকে কাজে ফেরার নির্দেশ নেওয়া হয়েছে। 

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

মধ্যপ্রদেশ পুলিশ সদর দফতরের ডিআইজির জারি করা সোমবারের আদেশে বলা হয়, রাকেশের সাময়িক বরখাস্তের আদেশ যথাযথ কর্তৃপক্ষের তরফ থেকে না আসায় তা প্রত্যাহার করা হয়েছে।

কনস্টেবল রাকেশ রানা রাজ্য পুলিশের টান্সপোর্ট বিভাগের গাড়িচালক পদে কর্মরত। কর্তৃপক্ষ গোঁফ ছাঁটার নির্দেশ দিলেও মানেননি তিনি। তাই তাকে সাময়িক বরখাস্ত করা হয়। 

রানার গোঁফ অন্য কর্মীদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছিল বলে ওই আদেশে বলা হয়েছিল। 

এদিকে ‘আত্মসম্মানের’ বিষয় হিসেবে উল্লেখ করে রানা তার গোঁফ ছাঁটতে অস্বীকার করেছিলেন। তিনি বলেছিলেন, আমি একজন রাজপুত, আর আমার গোঁফ আমার গর্ব।