লোহিত সাগরে আমিরাতের জাহাজ হাইজ্যাকে ইরান জড়িত: সৌদিজোট

ফানাম নিউজ
  ০৯ জানুয়ারি ২০২২, ১০:২৫

সৌদি নেতৃত্বাধীন আরব জোট বলছে, লোহিত সাগরে সংযুক্ত আরব আমিরাতের জাহাজ ছিনতাইয়ে ইরান জড়িত। ঘটনার ছবি ও ভিডিওসহ একাধিক প্রমাণ তুলে ধরে সৌদিজোট এই দাবি করেছে। 

এর আগে গত সোমবার সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট দাবি করে, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে আরব আমিরাতের পতাকাবাহী একটি কার্গো জাহাজ হাইজ্যাক করেছে। রাওয়াবি নামের জাহাজটি হাসপাতালের জিনিসপত্র বহনের কাজে নিয়োজিত ছিল। যদিও ইরান সমর্থিত গোষ্ঠীটির দাবি,  জাহাজটি অন্তর্ঘাতমূলক কাজের জন্য ব্যবহার করা হচ্ছিল।

শনিবার এক সংবাদ সম্মেলনে জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি বলেন, আন্তর্জাতিক জলসীমায় ডাকাতি  এবং অপহরণের মাধ্যমে হুথি মিলিশিয়ারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। 

সৌদি জোটের এই মুখপাত্র বলেন, ইয়েমেনের হোদাইদা বন্দর থেকে হুথিরা ৪৩২টি ব্যালেস্টিক মিসাইল নিক্ষেপ করেছে। এছাড়া লোহিত সাগরে চলাচলকারী জাহাজে আক্রমণে জন্য  ১০০টিরও বেশি বুবি ফাঁদ ব্যবহার করেছে।

সংবাদ সম্মেলনে সৌদিজোট আরও জানায়, হুথি মিলিশিয়ারা আন্তর্জাতিক জলসীমায় আমিরাতের পতাকাবাহী রাওয়াবি জাহাজে আক্রমণ করে। তাদের দাবি , জাহাজটি সোকোট্রা দ্বীপে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য সাহায্য বহন করছিল।

আরব কোয়ালিশন একটি ভিডিও উপস্থাপন করে বলে,  হুথিরা লোহিত সাগরের দক্ষিণে তেল ট্যাঙ্কার রাবিঘ-৩ এ আক্রমণ করে।  একইসঙ্গে লোহিত সাগরে সৌদি তেল ট্যাঙ্কার আবাকিককেও টার্গেট করে। 

তুর্কি আল-মালিকি বলেন, হুথিদের এমন কর্মকাণ্ড আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য ইরানের হুমকিকে প্রতিনিধিত্ব করে।