ক্যান্সার আক্রান্ত আফগান শিশুর চিকিৎসা করাবেন আবুধাবির ক্রাউন প্রিন্স

ফানাম নিউজ
  ০৪ জানুয়ারি ২০২২, ১৩:২৩

মরণব্যাধী ক্যান্সারে আক্রান্ত তিন বছর বয়সী এক আফগান বালকের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন আবুধাবির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান। বর্তমানে শিশুটি আবুধাবির মানবিক শহরে আছে, যেটি ২০২০ সালে প্রতিষ্ঠা করা হয়। এই মানবিক শহরে বিশ্বের নানা প্রান্তের অসহায় মানুষদের থাকার জায়গা করে দেয় আবুধাবি। 

আরব আমিরাতের রাষ্ট্রীয় গণমাধ্যম ডব্লিউএএম  এক প্রতিবেদনে জানিয়েছে, প্রিন্স আল-নাহিয়ান ক্যান্সার আক্রান্ত শিশুটির কথা জানতে পারেন। এরপর তিনি তার কর্মকর্তাদের নির্দেশ দেন শিশুটিকে যেন যুক্তরাষ্ট্রে নিয়ে উন্নত চিকিৎসা করানো হয়। 

আল-নাহিয়ানের নির্দেশে ওই শিশুটিকে দেখতে যান ক্রাউন প্রিন্স কোর্টের চেয়ারম্যান শেখ তায়েব বিন মোহাম্মদ। তিনি গিয়ে তাদের খোঁজ খবর নেন। 

গত বছরের ১৫ আগস্ট যখন তালেবান  আফগানিস্তানের ক্ষমতা দখল করে তখন অনেক মানুষ আতঙ্কে দেশ ছাড়ে। অনেকে আশ্রয় নেন আরব আমিরাতের শহর আবুধাবিতে। তাদের অনেককে জায়গা দেওয়া হয় মানবিক শহরে। ওই সময় ক্যান্সার আক্রান্ত তিন বছর বয়সী শিশু ও তার পরিবার এই মানবিক শহরে আশ্রয় পায়।