ইরাকে মার্কিন প্রতীকী দূতাবাসে বিক্ষোভকারীদের আগুন

ফানাম নিউজ
  ০৩ জানুয়ারি ২০২২, ১২:১৫

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি হত্যার দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ্যে ইরাকের রাজধানী বাগদাদে বিক্ষোভ-সমাবেশ করেছে হাজারো মানুষ।

এ সময় তারা ইসরাইল ও মার্কিন পতাকা এবং যুক্তরাষ্ট্রের একটি প্রতীকী দূতাবাস বানিয়ে তাতে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। খবর আল-জাজিরার।

ইরাকের রাজধানী বাগদাদের কঠোর নিরাপত্তাবেষ্টিত গ্রিনজোনের ভিতরে গত শুক্রবার এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

বাগদাদের ওই এলাকায় মার্কিন দূতাবাসসহ বিশ্বের বহুদেশের দূতাবাস ও গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর অবস্থিত।

বিক্ষোভকারীরা জাতীয় পতাকা এবং বিভিন্ন ধরনের ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করেন। একই সঙ্গে তারা ২০২০ সালে মার্কিন হামলায় বাগদাদে নিহত ইরানের জেনারেল কাশেম সোলাইমানি এবং ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিটের সেকেন্ড-ইন-কমান্ড আবু মাহদি আল-মুহান্দিসের ছবি বহন করেন।

২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ওই দুই গুরুত্বপূর্ণ কমান্ডারকে মার্কিন বাহিনী ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে হত্যা করে।

সমাবেশে বিক্ষোভকারীরা আমেরিকার দূতাবাসের আদলে একটি প্রতীকী দূতাবাস তৈরি করে তা পুড়িয়ে দেন। আমেরিকার সেনাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতি ঘৃণা ও ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে ইরাকের জনগণ এই দূতাবাস পুড়িয়ে দেন।

ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিট ওই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।