মিসরে মুক্তি পেলেন ইউসুফ আল কারজাভির মেয়ে

ফানাম নিউজ
  ০২ জানুয়ারি ২০২২, ১৫:০৮

বিশ্ববরেণ্য আলেম ও মিসরের মুসলিম ব্রাদারহুডের নির্বাসিত নেতা ইউসুফ আল কারজাভির মেয়েকে চার বছর বিনাবিচারে কারাবন্দি রাখার পর মুক্তি দেওয়া হয়েছে। 

শুক্রবার মিসরের কর্তৃপক্ষ তাকে কারাগার থেকে মুক্তি দেয়। খবর মিডল ইস্ট আই ও  আনাদোলুর।

মুক্তি পাওয়ার পর নিজের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ইউসুফের মেয়ে ওলা কারাদায়ী। ইউসুফের মেয়ে হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি ৬০ বছর বয়সি এ নারীর। 

মিসরের আধ্যাত্মিক নেতা ইউসুফ কাতারভিত্তিক ধর্মপ্রচারে কাজ করছেন।  ব্রাদারহুডে তার প্রভাব অনেক।

২০১৭ সালের ৩০ জুন কারাদায়ীকে তার স্বামী হুসাম খালাফসহ গ্রেফতার করা হয়। সৌদি জোটে মিসর ও আমিরাতের সঙ্গে মিসর জোট করার পর পরই তাকে গ্রেফতার করা হয়।  তার বাবা তখন কাতারে নির্বাসিত ছিলেন।  

কারাদায়ী ও খালাফ মিসরের নিষিদ্ধ সংগঠন মুসলিম ব্রাদারহুডের সঙ্গে জড়িত এই অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।  মোহাম্মদ মুরসিকে উৎসাত করার পর ২০১৩ সালে দেশটিতে মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধ করা হয়।

কারাদায়ী কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেন।
গ্রেফতারের পর কারাদায়ীকে বিনাবিচারে চার বছর মিসরের কারাগারে গ্রেফতার করে রাখা হয়। দেশটির মানবাধিকার সংগঠনগুলো এই গ্রেফতারের নিন্দা জানিয়ে আসছে। 

মিসরে বিনাবিচারে আটকে রাখার ঘটনা এটিই প্রথম নয়। ৬০ হাজারের বেশি রাজনীতিককে বিনাবিচারে আটকে রাখা হয়েছে দেশটিতে।