গ্রেফতার সাংবাদিকদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ হংকং পুলিশের

ফানাম নিউজ
  ৩১ ডিসেম্বর ২০২১, ১২:২০

হংকংয়ে স্ট্যান্ড নিউজের অফিসে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেফতারের পর দুইজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনেছে পুলিশ। তারা দুজনেই গণতন্ত্রপন্থি পত্রিকাটির সাবেক সিনিয়র সম্পাদক। দেশটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

হংকং কর্তৃপক্ষ বুধবার স্ট্যান্ড নিউজের সম্পদ জব্দ করে। তাছাড়া প্রায় দুই শতাধিক পুলিশ কর্মকর্তা পত্রিকা অফিসটিতে অভিযান চালিয়ে সাতজন বর্তমান ও সাবেক সিনিয়র সম্পাদক ও সাবেক বোর্ড সদস্যদের আটক করেন।

মিডিয়া অ্যাডভোকেসি গ্রুপ, যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপীয় ইউনিয়নসহ কিছু পশ্চিমা দেশ পত্রিকা অফিসে তল্লাশি চালিয়ে গ্রেফতারের সমালোচনা করেছেন। তাছাড়া এ ধরনের কর্মকাণ্ডকে জাতীয় নিরাপত্তা আইন জারি করার পর সংবাদপত্রের স্বাধীনতার ওপর আরও একটি হস্তক্ষেপ বলেও অভিহিত করেছে।

হংকং পুলিশের ন্যাশনাল সিকিউরিটি ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানায়, তারা দুই সাংবাদিক ও কোম্পানিটির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহমূলক উপাদান প্রকাশের ষড়যন্ত্রের অভিযোগ এনেছে। অন্যান্যদের আরও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলেও জানানো হয় বিবৃতিতে।

জানা গেছে, পপ তারকা ও গণতন্ত্রের আইকন হিসেবে পরিচিত ডেনিস হোকেও গ্রেফতার করা হয়েছে। যিনি সাবেক বোর্ড সদস্য ছিলেন। এর আগে ডেনিস হো ফেসবুক পোস্টে নিশ্চিত করেছেন, যে তাকে একই অভিযোগে গ্রেফতার ও পশ্চিম থানায় নিয়ে যাওয়া হয়েছে।

গত ৩০ জুন চীনের পার্লামেন্টে পাস হয় বিতর্কিত হংকং নিরাপত্তা আইন। এতে আধা-স্বায়ত্তশাসিত অঞ্চলটির ওপর বেইজিংয়ের প্রভাব আরও বেড়েছে। সমালোচকরা বলছেন, এতে হংকংয়ের নাগরিক ও রাজনৈতিক স্বাধীনতা বিনষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।