পিওন পদে আবেদন পিএইচডিধারীর!

ফানাম নিউজ
  ৩১ ডিসেম্বর ২০২১, ১০:২২

করোনাকালে শিক্ষিত বেকারের সংখ্যা বেড়েছে। এ সমস্যা প্রকট আকার ধারণ করেছে ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়তে। সম্প্রতি পিওন পদে চাকরির জন্য পিএইচডিধারীর আবেদন সবাইকে অবাক করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্যমতে, সম্প্রতি মধ্যপ্রদেশের গোয়ালিয়রে ১৫টি শূন্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। এসব পদের মধ্যে পিয়ন, গাড়িচালক ও ওয়াচম্যান ছিল। আর এতে আবেদন জমা হয়েছে ১১ হাজার। আবেদনের যোগ্যতা চাওয়া হয়েছে ১০ম শ্রেণি পাস। তবে অবাক করার বিষয় হলো, এসব পদে স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি, এমবিএ, ইঞ্জিনিয়ারিং এবং আইন বিভাগ থেকে পাস করা ব্যক্তিরাও পরীক্ষা দিতে এসেছেন। শুধু মধ্যপ্রদেশ থেকেই নয়, পার্শ্ববর্তী উত্তরপ্রদেশ থেকেও অনেকে সেখানে চাকরির পরীক্ষা দিতে যান।

গত শনি ও রোববার এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপরেই এ তথ্য সামনে আসে।

চাকরির পরীক্ষা দিতে আসা এক যুবক জানান, তিনি বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক পাস করেছেন। যাদের পিএইচডি রয়েছে, তারাও এই লাইনে দাঁড়িয়েছেন বলে জানা যায়। শুধু তাই নয়, আইন বিভাগ থেকে পাস করা এক যুবক গাড়ি চালকের পদে আবেদন করেছেন।

উল্লেখ্য, সরকারি হিসাবে দেশটির মধ্যপ্রদেশে বেকারের সংখ্যা ৩২ লাখ ৫৭ হাজার ১৩৬। রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরে শূন্য পদের সংখ্যা ৩০ হাজার ৬০০, স্বরাষ্ট্র দপ্তরে ৯ হাজার ৩৮৮, স্বাস্থ্য দপ্তরে ৮ হাজার ৫৯২ ও রাজস্ব দপ্তরে ৯ হাজার ৫৩০টি। সব মিলিয়ে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে শূন্য পদের সংখ্যা এক লাখ।