ফের শপথ নিলেন কলকাতার মুসলিম মেয়র ফিরহাদ

ফানাম নিউজ
  ২৯ ডিসেম্বর ২০২১, ১০:৩৩

স্বাধীনতাউত্তর ভারতে দ্বিতীয়বার কলকাতা পেল এক মুসলিম ধর্মাবলম্বী মেয়রকে। মঙ্গলবার ফের কলকাতার মেয়র হিসাবে শপথ নিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম।

মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের মেয়র ফিরহাদ দায়িত্ব নিয়েই ঘোষণা করেছেন, আরও ডিজিটাল করা হবে কলকাতা পুরসভাকে। অধিকাংশ নাগরিক পরিষেবাই এবার থেকে পাওয়া যাবে অ্যাপে।

শহরের সমস্যা নিয়ে অভিযোগ জানানো যাবে ‘শো ইউর মেয়র’ হোয়াটসঅ্যাপেই। শপথ নেওয়ার পর কলকাতায় প্রথম সাংবাদিক সম্মেলনে ঘোষণা মেয়র ফিরহাদ হাকিমের।

কলকাতাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের শহর বানাতে যে একগুচ্ছ পদক্ষেপও পুরসভা নেবে তার নীলনকশা এদিন তুলে ধরলেন কলকাতার মেয়র।

১৯৪৭ সালে ভারত স্বাধীন হওয়ার আগে কলকাতা পাঁচজন মুসলিম মেয়র পেয়েছিল। এই পাঁচজনের অন্যতম শেরেবাংলা একে ফজলুল হক (১৯৩৫)। উল্লেখ্য, কলকাতার প্রথম মেয়র ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ, পরে মেয়র হয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু।

পুরনির্বাচনে বিপুল ভোটে জিতে ১৪৪টি আসনের মধ্যে ১৩৪টি ওয়ার্ডে কাউন্সিলর নিয়ে কলকাতায় ক্ষমতায় ফিরল মমতার তৃণমূল কংগ্রেস।

এদিন মেয়রের পাশাপাশি ডেপুটি মেয়র পদে অতীন ঘোষ ও ১২জন মেয়র পারিষদও শপথ নেন। শপথের বর্ণময় অনুষ্ঠান হয় পুরসভার লনে খোলা আকাশের নিচে শহরের বিশিষ্টদের উপস্থিতিতে।

ছিলেন কবি, সাহিত্যিক থেকে শুরু করে বিশিষ্ট চিকিৎসক ও ইমামরা। সপরিবারে শপথে এসেছিলেন মেয়র ফিরহাদ ও ডেপুটি মেয়র অতীন ঘোষ।

পরে এক সাংবাদিক সম্মেলনে মেয়র ‘ভিশন অব ক্যালকাটা’ ঘোষণা করতে গিয়ে ডিজিটাল পরিকাঠামো ও পরিষেবার ওপর গুরুত্ব দেন।

জানিয়ে দেন, “অ্যাপের মাধ্যমে জমি-বাড়ির মিউটেশেন, বিল্ডিং প্ল্যান অনুমোদন দেবে কলকাতা পুরসভা। এছাড়াও জলের লাইন, করের আবেদনও করা যাবে অনলাইনে।

এখন ১ মাসের মধ্যে বিল্ডিং প্ল্যানের অনুমোদন মিলবে। পরে ১৫ দিনের মধ্যে এ ছাড়পত্র মিলে যাবে। ‘টক টু মেয়র’ চলবে।”