তুষারপাতে বিপর্যস্ত সিকিম, পর্যটকদের উদ্ধারে সেনাবাহিনী

ফানাম নিউজ
  ২৭ ডিসেম্বর ২০২১, ০০:৩৯

লাগাতার তুষারপাতের জেরে ভারতের সিকিমের ছাঙ্গুতে আটকে পড়েছে অসংখ্য পর্যটক। দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, এখনো ছাঙ্গুতে রয়েছেন এক হাজার ১২৭ জন পর্যটক। তবে বর্তমানে পর্যটকরা নিরাপদ আশ্রয়ে রয়েছেন বলে জানা গেছে। অসুস্থ পর্যটকদের সেনা ক্যাম্পেই চিকিৎসা চলছে।

কয়েকদিন ধরে ভারী তুষারপাত চলছে সিকিমে। তার মধ্যেও অতিরিক্ত বরফ পড়ছে লাচেন, নাথুলা ও ছাঙ্গু এলাকায়। এর ফলেই পর্যটকদের অসংখ্য গাড়ি আটকে পড়ে ওইসব এলাকায়। জানা গেছে, ভারী তুষারপাতের কারণে একক হাজার ১২৭ জন পর্যটক ছাঙ্গুতে আটকা পড়েন। তীব্র তুষারপাতের কারণে শনিবার নাথুলা পর্যন্ত গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে।

জানা গেছে, শনিবার সারাদিন বরফ পড়ে তুষাররাজ্যে পরিণত হয়েছে সিকিম। রাস্তায় বরফের স্তূপ জমা হয়েছে। ফলে যান চলাচল ব্যাহত হচ্ছে। সিকিম প্রশাসন জানিয়েছে, দুর্যোগের কারণে পর্যটকদের ২৭৫টি গাড়ি আটকে পড়েছিল ছাঙ্গুতে। শুধু গতকাল ৪০০ জন পর্যটককে উদ্ধার করা হয়েছে। সেনা ক্যাম্পে চিকিৎসা চলেছে অসুস্থ পর্যটকদের।

কয়েকদিন ধরেই ব্যাপক তুষারপাত চলছিল সিকিমের নাথুলা, লাচেন, ছাঙ্গু এলাকায়। বড়দিনের ছুটিতে বেড়াতে গিয়ে তুষারপাতের মতো মনোরম দৃশ্য উপভোগ করার ইচ্ছা কার না থাকে। এই মনোরম দৃশ্য উপভোগ করতেই সেখানে গিয়েছিলেন হাজার হাজার পর্যটক। তাতেই বিপত্তি। রোববারও ছাঙ্গু লেক পর্যন্ত পর্যটক বোঝাই গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে সিকিম প্রশাসন।

দেশটির স্থানীয় প্রশাসন জানিয়েছে, আবহাওয়া ভালো না হলে ও রাস্তা থেকে বরফ সরানো না হওয়া পর্যন্ত পর্যটকদের গ্যাংটকে ফেরানো সম্ভব হবে না। তবে বর্তমানে পর্যটকরা নিরাপদে রয়েছেন বলেই সিকিম প্রশাসন জানিয়েছে। গ্যাংটকে না ফেরানো পর্যন্ত পর্যটকরা সেনা ছাউনিতে থাকবেন বলেই জানা যাচ্ছে।