শিরোনাম
গ্রিসে নৌকাডুবে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সম্প্রতি দেশটির এজিয়ান সাগরে এ দুর্ঘটনা ঘটে।
দেশটির কোস্টগার্ড কর্মকর্তারা জানিয়েছেন, নৌকাটিতে ৯০ জনের বেশি যাত্রী ছিল এবং তাদের সবাই অবৈধ অভিবাসনপ্রত্যাশী।
তারা তুরস্কের কেসমে ও বদরুম উপকূল থেকে ইতালি যাওয়ার জন্য নৌকায় উঠেছিলেন। নৌকা থেকে ৬৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর মধ্যে মধ্যে আটক করা দুজন মানবপাচারকারী চক্রের সঙ্গে যুক্ত।
উল্লেখ্য, অবৈধ উপায়ে ইউরোপে প্রবেশ করতে গ্রিসকে অন্যতম রুট হিসেবে ব্যবহার করে থাকে আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে আসা শরণার্থী ও অভিবাসনপ্রত্যাশীরা। যদিও গত কয়েক বছর ধরে এই পথে আগের তুলনায় প্রবেশের সংখ্যা কিছুটা কমছে।
সূত্র: আলজাজিরা