তিন শ্রেণির মানুষকে বুস্টার ডোজ দেবে ভারত

ফানাম নিউজ
  ২৬ ডিসেম্বর ২০২১, ১০:৪৮

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সম্ভাব্য সংক্রমণ থেকে বাঁচতে তিন শ্রেণির মানুষকে বুস্টার ডোজ দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

১০ জানুয়ারি থেকে ষাটোর্ধ্ব, স্বাস্থ্যকর্মী এবং ফ্রন্টলাইনারদের এই টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।  খবর আলজাজিরার।

শনিবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মোদি বলেন, ডাক্তারদের পরামর্শে ৬০ বছরের বেশি বয়সিদের বুস্টার ডোজ দেওয়া হবে।  সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে স্বাস্থ্যকর্মী এবং ফ্রন্টলাইনারদেরও বুস্টার ডোজ দেওয়া হবে। এছাড়া ১৫ থেকে ১৮ বছর বয়সিদের কোভিড টিকা দেওয়া হবে ৩ জানুয়ারি থেকে।

মোদি জানান, করোনা সংক্রমণ থেকে বাঁচতে ১৮ লাখ আইসোলেশন শয্যা, ৫ লাখ অক্সিজেন সিলিন্ডার সমৃদ্ধ শয্যা এবং ৪ লাখ অক্সিজেন ট্যাংক মজুদ রাখা হয়েছে। 

ভারতের সম্প্রতি ওমিক্রনের সংক্রমণ বেড়েছে।  দেশটির ১৭ টি রাজ্যে ৪১৫ জনের দেহে এই ভাইরাস পাওয়া গেছে।

সরকারের পক্ষ থেকে সতর্কবাণী উচ্চারণ করা হয়েছে যে, মহামারি শেষ হয়ে যায়নি।  সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে।  মাস্ক ব্যবহার করতে হবে এবং হাত ধুতে হবে।  সেই সঙ্গে কোভিড প্রটোকল মেনে চলতে হবে।

ভারতের সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমসের খবরে বলা হয়, নরেন্দ্র মোদি বলেন, করোনা এখনও পুরোপুরি চলে যায়নি। করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্তদের খোঁজ মিলছে ভারতেও।