হাইতিতে ট্যাংকার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৯০

ফানাম নিউজ
  ২১ ডিসেম্বর ২০২১, ১১:৫৩

ক্যারিবিয়ান দেশ হাইতিতে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০ জনে। গত সপ্তাহে দেশটির উত্তরে ক্যাপ-হাইতিয়ান শহরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। খবর আল-জাজিরার।

ক্যাপ-হাইতিয়ানের ডেপুটি মেয়র প্যাট্রিক আলমোনোর স্থানীয় সময় সোমবার (২০ ডিসেম্বর) জানান, যারা হাসপাতালে ভর্তি রয়েছেন তাদের গুরুতর অবস্থার কারণে মৃত্যুর সংখ্যা ‘এখনো দুর্ভাগ্যবশত অসম্পূর্ণ’।

এর আগে গত বুধবার হাইতিয়ান কর্তৃপক্ষ যে তথ্য প্রকাশ করেছিল তাতে ৭৫ জনের মৃত্যু ও ৪৭ জন গুরুতর দগ্ধ বলে জানা গিয়েছিল।

এদিকে, দেশটির স্বাস্থ্যবিভাগ পরিস্থিতি সামাল দিতে সংশ্লিষ্ট সবাইকে এক সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে। ইউনিসেফের হাইতি কার্যালয়ের পক্ষ থেকেও দগ্ধদের চিকিৎসায় সব ধরনের সহায়তা করা হচ্ছে বলে জানিয়েছে তারা।

সরকারি কর্মকর্তারা জানান, একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ এড়াতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাংকারটি উল্টে যায়। এরপর ট্যাংকারের জ্বালানি সংগ্রহ করতে সড়কে চলে আসেন পথচারী ও স্থানীয় বাসিন্দারা। এসময় ট্যাংকার বিস্ফোরণে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে অনেকে হতাহত হন।

এই ঘটনার পর নিহতদের শ্রদ্ধায় দেশটিতে তিন দিনের শোক ঘোষণা করেন প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি। তিনি বলেন, দুর্ঘটনার পর পুরো ক্যারিবিয়ান জাতি শোকাহত। নিহতদের স্মরণে আজ মঙ্গলবার হাইতির ক্যাথেড্রালে স্মরণসভা ও প্রার্থনার আয়োজন করা হয়েছে।

দীর্ঘদিন ধরে অস্থিরতা বিরাজ করছে হাইতির রাজনীতি ও অর্থনীতিতে। এর মধ্যে গত জুলাই মাসে নিজ বাড়িতে বন্দুকধারীদের হামলায় প্রাণ হারিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জোভেনেল ময়িজ। ফলে আগে থেকেই অশান্ত ক্যারিবীয় দেশটির পরিস্থিতি আরও অনিশ্চয়তার মধ্যে পড়ে। ক্যারিবিয়ান দেশটিতে গত আগস্টেও ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়। তাছাড়া বর্তমানে তীব্র জ্বালানি সংকট শুরু হয়েছে পুরো দেশজুড়ে।