খাঁচা খুলতেই ঝাঁপিয়ে পড়ল সিংহী, অতঃপর…

ফানাম নিউজ
  ১৯ ডিসেম্বর ২০২১, ১৩:০০

খাঁচা খুলতেই বিশাল এক সিংহী ঝাঁপিয়ে পড়ল এক ব্যক্তির উপর। বিশালাকার সেই হিংস্র পশুর ধাক্কায় মাটিতে আছড়ে পড়লেন তিনি। তার পর যা ঘটল, তা দেখে নেটিজেনরা রীতিমতো তাজ্জব বনে গেছেন।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া ডটকম শনিবার এক প্রতিবেদনে জানায়, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও প্রথম দেখায় মনে হতে পারে সিংহী হয়তো ওই ব্যক্তির উপর হামলা চালাচ্ছে। কিন্তু একটু পরই সেই ভুল ভেঙে যায়। হামলা নয়, আসলে তার দেখভালকারীকে দেখে আনন্দে আত্মহারা হয়ে তার উপর ঝাঁপিয়ে পড়েছিল সিংহী। তার পর তাকে মাটিতে ফেলে আদর করতে দেখা গেল সেই সিংহীকে।

আসলে বন্য সিংহকে বেঁচে থাকার প্রয়োজনে শিকার করতে হয়। তবে চিড়িয়াখানার বা পোষা সিংহীর তো আর বেঁচে থাকার জন্য শিকার করার প্রয়োজন পড়ে না। তাই যারা পোষা সিংহের দেখভাল করেন তাদের সঙ্গে সখ্যতা গড়ে উঠে হিংস্র প্রাণীটির।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ব্যক্তির সঙ্গে এক সিংহীর বিরল বন্ধুত্বের ওই ভিডিও ভাইরাল হয়েছে। যদিও প্রথম দেখায় অনেকেই এই ভেবে ভুল করতে পারেন যে, সিংহী হয়তো ওই ব্যক্তিকে আক্রমণই করে বসেছে। 

গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, ওই সিংহীর নাম সিরগা। তার দেখভালকারী ব্যক্তির নাম ভাল গ্রুয়েনার। দক্ষিণ আফ্রিকার বৎসোয়ানার কালাহারি মরুভূমির পশু সংরক্ষণ কেন্দ্রে সিরগার দেখাশোনা করেন গ্রুয়েনার। সিরগা যখন খুব ছোট সেই সময় থেকেই তার দেখোশাোনার ভার নিয়েছিলেন গ্রুয়েনার। সেই থেকে তাদের দু’জনের বন্ধুত্বের সূত্রপাত। 

মানুষের মধ্যে বেড়ে ওঠায় সিরগার মধ্যে সেই হিংস্রতা জন্ম নেয়নি। সিরগাকে নিয়ে মাঝেমধ্যেই নানা রকম ছবি এবং ভিডিও নেটমাধ্যমে পোস্ট করেন গ্রুয়েনার। গ্রুয়েনার যখন তার বন্ধুর সঙ্গে দেখা করতে আসেন, ঠিক এ ভাবেই তার উপর ঝাঁপিয়ে পড়ে আনন্দ প্রকাশ করে সিরগা। তাদের সেই বন্ধুত্বের ভিডিওই নেটমাধ্যমে ভাইরাল হয়েছে।