রাষ্ট্রদূতের পদত্যাগের পর যে দাবি জানাল তালেবান

ফানাম নিউজ
  ১৭ ডিসেম্বর ২০২১, ২১:২৭

জাতিসংঘে নিযুক্ত আফগানিস্তানের আশরাফ গনি সরকারের রাষ্ট্রদূত পদত্যাগ করার পর তালেবান তাদের মনোনীত ব্যক্তিকে রাষ্ট্রদূত হিসেবে অনুমোদন দেওয়ার দাবি জানিয়েছে।

গত বুধবার জাতিসংঘে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত গোলাম মোহাম্মদ ইসাকজাই পদত্যাগ করেন। 

ইসাকজাইয়ের পদত্যাগের পর শুক্রবার এক টুইট বার্তায় তালেবান মুখপাত্র সুহাইল শাহীন বলেন, এই আসনটি এখন আফগানিস্তানের নতুন সরকারকে প্রদান করা উচিত। এটা বিশ্ব সংস্থার জন্য বিশ্বাসযোগ্যতার বিষয়। আফগানিস্তানের ওপর তালেবান সরকারের সার্বভৌমত্ব রয়েছে।

গত ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর দেশটি অর্থনৈতিক ও মানবিক সংকটে পড়েছে।  আফগানিস্তান  জাতিসংঘে মিশন চালিয়ে যেতে প্রণান্ত চেষ্টা করছে। 

তালেবান ক্ষমতা দখলের পর গোলাম ইসকজাই গত ১৪ সেপ্টেম্বর জাতিসংঘে আনুষ্ঠানিকভাবে এক চিঠিতে জানান, আশরাফ গনি সরকার ক্ষমতাচ্যুত হলেও তিনি জাতিসংঘে আফগান রাষ্ট্রদূত হিসেবে রয়েছেন।

পরে নভেম্বর মাসে ইসাকজাই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে অংশ নেন, যেখানে তিনি প্রকাশ্যে তালেবানের সমালোচনা করেন।

চলতি মাসের শুরুতে জাতিসংঘের ক্রেডেনশিয়াল কমিটি প্রস্তাব পাস করেছে যে, জাতিসংঘে আফগানিস্তানের প্রতিনিধি কে হবেন, এই পদের জন্য কারা প্রতিদ্বন্দ্বী  হবেন, এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

তালেবানের বিগত শাসনামল ১৯৯৬-২০০১ এ জাতিসংঘে তাদের কোনো রাষ্ট্রদূত ছিল না। বিশ্বের মাত্র তিনটি দেশ- সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তান সে সময় তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছিল।