শিরোনাম
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিফ অব স্টাফ মার্ক মিডোর বিরুদ্ধে কংগ্রেস অবমাননার একটি প্রস্তাবের ওপর প্রতিনিধি পরিষদে ভোটাভুটি হয়েছে।
প্রস্তাবের পক্ষে বেশি ভোট পড়ায় এখন তাকে বিচারের মুখোমুখি হতে হবে। খবর ফ্রান্স২৪ এর।
চলতি বছরের ৬ জানুয়ারি আমেরিকার ক্যাপিটল ভবনে ভয়াবহ দাঙ্গা চালান ট্রাম্পের ভক্তরা। তাতে কমপক্ষে পাঁচজন নিহত হন। বিষয়টি কংগ্রেশনাল প্যানেল তদন্ত করছে।
কিন্তু তাদের সহযোগিতা করবেন না বলে গত সপ্তাহে ঘোষণা দিয়েছেন মার্ক মিডো। এ কারণে তার বিরুদ্ধে কংগ্রেসকে অবমাননার অভিযোগ আনা হয়েছে।
এর ওপর তোলা প্রস্তাবে ভোটাভুটি হয়েছে প্রতিনিধি পরিষদে। প্রস্তাবের পক্ষে পড়েছে ২২২ ভোট। বিপক্ষে ২০৮ ভোট।
এর মধ্য দিয়ে বিচারের যে পথ উন্মুক্ত হলো তাতে তিনি অভিযুক্ত প্রমাণিত হলে সর্বোচ্চ এক বছরের জেল এবং এক লাখ ডলার জরিমানা করা হতে পারে।
মার্ক মিডোর বিষয়টি এখন স্থানান্তর করা হবে আইন মন্ত্রণালয়ে। তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হবে কিনা তা সেখান থেকেই চূড়ান্ত হবে।