শিরোনাম
চলতি সপ্তাহে তুরস্কে বিষাক্ত মদপানে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, তুরস্কে মদ উৎপাদনের ওপর উচ্চমাত্রার শুল্ক আরোপ করায় ভেজাল মদ উৎপাদনের প্রবণতা বেড়ে যাওয়ার মধ্যে এ ঘটনা ঘটল।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মদপানে নিহতের ঘটনার পরে ৩৪২টি স্থানে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় ৩০ হাজার লিটারের বেশি বিষাক্ত ও নকল মদ জব্দ করেছে তারা। কখনও কখনও মদের সঙ্গে মিথানল মিশিয়ে দেওয়ারও ফলে এটি বেশি বিষাক্ত হয়ে পড়ে।
উল্লেখ্য, গত বছরের শেষ দিকে দেশটিতে এক সপ্তাহেরও কম সময়ে বিষাক্ত মদপান করে ৪০ জনেরও বেশি মানুষ মারা যায়। সূত্র: দ্যা গার্ডিয়ান, ইউরো নিউজ