শিরোনাম
লেবাননে ইসরাইলি পাসপোর্টধারী ফিলিস্তিনি এক নারীকে বিয়ে করায় দেশটির এক নাগরিককে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৈরুতের একটি সামরিক আদালত গত শুক্রবার মো. ইউসুফ বেনাউত নামে লেবাননের ওই যুবককে এক বছরের কারাদণ্ডের পাশাপাশি ৫ লাখ লেবানিস পাউন্ড (৩৩০ ব্রিটিশ পাউন্ড) জরিমানা করা হয়।খবর আরব নিউজের।
ফিলিস্তিন ওই নারী ইসরাইলি পাসপোর্টে জার্মানিতে বসবাস করছেন। ইহুদিবাদী দেশ ইসরাইলের এক-পঞ্চমাংশ নাগরিক ফিলিস্তিনি। অধিকৃত পশ্চিমতীর ও জেরুজালেমের ফিলিস্তিনি জনগণও ইসরাইলি পাসপোর্টে বিদেশ ভ্রমণ করতে হয়।
এদিকে ১৯৫৫ সাল থেকে লেবাননে ইসরাইলকে বয়কটের আইন চালু করা হয়। এ আইনের আওতায় ইসরাইলিদের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক স্থাপন দণ্ডনীয় অপরাধ।
১৯৪৮ সালে ইসরাইল নামে অবৈধ ইহুদিবাদী রাষ্ট্রটির জন্ম হওয়ার পর থেকে দেশটির সঙ্গে লেবাননের যুদ্ধাবস্থা বিরাজ করছে।
১৯৪৯ সালে প্রতিবেশী দেশ দুটির মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হলেও মাঝেমধ্যেই সংঘর্ষে জড়িয়ে পড়ার ঘটনাও ঘটছে।