ত্রিপুরায় উদযাপিত হবে মহান বিজয় দিবস

ফানাম নিউজ
  ১৫ ডিসেম্বর ২০২১, ০১:০৮

বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন করা হবে ভারতের ত্রিপুরার আগরতলায়। সেখানে অবস্থতি বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রাঙ্গণে উদযাপন করা হবে বাংলাদেশের বিজয়ের ৫০ বছর। এ উপলক্ষে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সহকারী হাইকমিশনার মোহাম্মদ জোবায়েদ হোসেন এই কর্মসূচির ঘোষণা দেন।

তিনি বলেন, ১৬ ডিসেম্বর সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে মহান বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানের শুরু হবে। এরপর মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রদত্ত বাণী পাঠ করা হবে।

মোহাম্মদ জোবায়েদ হোসেন জানান, দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু হবে সকাল ১০টায়। এই পর্বের শুরুতেই থাকবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন। এছাড়াও এই পর্বে বিজয় দিবসের বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে সংক্ষিপ্ত আলোচনা পর্বও থাকবে। সেখানে এই দিবসের তাৎপর্য তুলে ধরা হবে।

পরে ত্রিপুরার শিল্পীদের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।