কাবুলে নিরপরাধ ১০ আফগানকে হত্যাকরী মার্কিন সেনাদের সাজা হবে না

ফানাম নিউজ
  ১৪ ডিসেম্বর ২০২১, ১৪:২৭

এ বছরের আগস্টে কাবুলে সাত শিশুসহ ১০ নিরপরাধ আফগন নাগরিককে হত্যাকরী মার্কিন সেনাদের কোনো সাজা হবে না বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জন কিরবি সোমবার এ কথা জানান। খবর আনাদোলু ও আরব নিউজের।

জন কিরবি বলেন, এ ঘটনা তদন্তে গঠিত কমিটি কাউকে দোষী সাব্যস্ত করেনি। তাই ড্রোন হামলায় ১০ আফগান নাগরিক নিহতের ঘটনায় কারো সাজা হচ্ছে না।

উল্লেখ্য, গত ২৯ আগস্ট কাবুলে মার্কিন ড্রোন হামলায় ত্রাণ সংস্থার এক কর্মীসহ ১০ জন নিহত হন। তখন মাকিনবাহিনী তাদেরকে জঙ্গি গোষ্ঠী আইএস সদস্য বলে দাবি করে।

পরে নিউইয়র্ক টাইমসের ভিডিও বিশ্লেষণে দেখা যায়, আইএস জঙ্গি নয়, মার্কিন ড্রোন এক ত্রাণ কর্মী তার পরিবারের ওপর আঘাত হেনেছে।

নিহত ৪৩ বছর বয়সী গাড়ির চালক জেমারি আহমাদি যুক্তরাষ্ট্রের একটি ত্রাণ সংস্থার দীর্ঘদিনের কর্মী। তার গাড়িতে কোনও বিস্ফোরক দ্রব্যও পাওয়া যায়নি। তিনি যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য আবেদনও করেছিলেন।

মার্কিন ওই ড্রোন হামলায় শুধু আহমাদিই নিহত হননি, হামলায় তাদের পরিবারের সাত শিশুসহ ১০ জন নিহত হয়েছেন।

আহমাদি ২০০৬ সাল থেকে ক্যালিফোর্নিয়াভিত্তিক ত্রাণ সংস্থা নিউট্রিশন এন্ড এডুকেশন ইন্টারন্যাশনালের (এনইআই) হয়ে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছিলেন।