ইরানের নৌবহরে যুক্ত হচ্ছে নতুন জাহাজ

ফানাম নিউজ
  ১৪ ডিসেম্বর ২০২১, ১৪:২৩

ইরানের প্রথম পর্যবেক্ষণ জাহাজ নির্মাণ প্রায় শেষ পর্যায়ে এসেছে বলে জানিয়েছেন দেশটির নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি।

সোমবার একটি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। খবর তাসনিম নিউজ এজেন্সির।

শাহরাম ইরানি বলেন, দেশে তৈরি এ জাহাজে সব ধরনের ব্যবস্থা সংযুক্ত করা হয়েছে। এ জাহাজ তৈরি করা হয়েছে স্থানীয় বিশেষজ্ঞদের দ্বারা।

কমান্ডার জানান, নতুন এ জাহাজে একসঙ্গে দুটি হেলিকপ্টার বহন করা যাবে। জাহাজে একটি হেলিকপ্টার হ্যাঙ্গার রয়েছে।  এ জাহাজ নিজেকে রক্ষা করতে সক্ষম।

শাহরাম ইরানি বলেন, এ ধরনের পর্যবেক্ষণ জাহাজ কোনো এলাকায় অভিযান পরিচালনার জন্য এককভাবে পাঠানো হয় না, সঙ্গে থাকে প্রয়োজনীয় নৌযান। এ জাহাজ দ্রুতই নৌবাহিনীর বহরে যুক্ত করা হবে। 

নৌপথের সুরক্ষা, বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করা ও জলদস্যুদের হাত থেকে তেল ট্যাংকার রক্ষায় সাম্প্রতিক বছরগুলোতে ইরান আন্তর্জাতিক জলসীমায় নিজেদের উপস্থিতি বাড়িয়েছে।

২০২০ সালের অক্টোবরে সে সময়ের নৌবাহিনী প্রধান বলেছিলেন, ইরানের দেশিয় সহায়ক জাহাজের একবার জ্বালানি নিয়ে পুরো বিশ্ব তিনবার ঘুরে আসার সক্ষমতা রয়েছে।