শিরোনাম
টেসলা ও স্পেসেএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ককে ২০২১ সালের ‘পারসন অব দ্য ইয়ার’ হিসেবে বেছে নিয়েছে টাইম ম্যাগাজিন। সোমবার টাইমের পক্ষ থেকে ২০২১ সালের ‘পারসন অব দ্য ইয়ার’ হিসেবে ইলম মাস্কের নাম ঘোষণা করা হয় বলে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে।
দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত ৫০ বছর বয়সী ইলন মাস্ক এ বছর জেফ বেজোসকে হঠিয়ে বিশ্বের শীর্ষ ধনীর জায়গাও দখল করেছেন।
বিজয়ীর নাম ঘোষণা করে টুইটারে টাইম ম্যাগাজিনের এডিটর-ইন-চিফ এডওয়ার্ড ফেলসেন্থাল বলেন, পারসন অব দ্য ইয়ার হল প্রভাবক। খুব কম মানুষই পৃথিবীতে এবং সম্ভবত পৃথিবীর বাইরেও ইলন মাস্কের চেয়ে বেশি প্রভাব বিস্তার করতে পেরেছেন।
গত বছর টাইমের ‘পারসন অব দ্য ইয়ার’ খেতাব পেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
১৯২৭ সাল থেকেই ‘পারসন অব দ্য ইয়ার’ খেতাব দিয়ে আসছে টাইম ম্যাগাজিন। প্রথমদিকে একে ‘ম্যান অব দ্য ইয়ার’ বলা হলেও পরে নাম বদলে যায়। ব্যক্তির পাশাপাশি বিভিন্ন গোষ্ঠী, আন্দোলন এমনকি প্রভাব বিস্তারকারী বিভিন্ন ধারণাও বিগত বছরগুলোতে এ খেতাব পেয়েছে।