শিরোনাম
পাকিস্তানের তেহরিক-ই তালেবান দাবি করেছে, তারা আফগানিস্তান তালেবানের একটি শাখা। তবে আফগানিস্তানের তালেবান টিটিপির এই দাবিকে নাকচ করে দিয়েছে।
পাকিস্তানের জনপ্রিয় সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়েছে, টিটিপির প্রধান মুফতি নুর ওয়ালি মাসুদ সম্প্রতি পাকিস্তানে উত্তর অঞ্চলে আসেন। সেখানে দলের নেতাকর্মীদের সঙ্গে ঘরোয়া এক সমাবেশে তিনি বলেন, আমরা ইসলামিক আমিরাত অব আফগানিস্তানের (আইইএ) বড় ছাতার নিচে রয়েছি।
পাক তালেবান তথা টিটিপি প্রধান মুফতি নুর ওয়ালি মাসুদ আরও বলেন, তেহরিক-ই তালেবান ইসলামিক আমিরাত অব আফগানিস্তানের (আফগান তালেবান) একটি শাখা।
এই ঘটনা প্রসঙ্গে শুক্রবার তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ আরব নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে টিটিপির এই দাবি নাকচ করে দেন। তিনি বলেন, তারা (টিটিপি) সংগঠন হিসেবে ইসলামি আমিরাত অব আফগানিস্তানের অংশ নয়, তাদের লক্ষ্য-উদ্দেশ্য আর আমাদের লক্ষ্য-উদ্দেশ্যে এক নয়।
এ সময় তালেবানের এই মুখপাত্র জানান, টিটিপিকে তারা পাকিস্তানের শান্তি এবং স্থিতিশীলতার দিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে পাকিস্তানের ভালোর জন্য পাক সরকারের প্রতি টিটিপির দাবি-দাওয়ার বিষয়ে নজর দেওয়ারও আহ্বান জানানো হয়েছে বলে উল্লেখ করেন মুজাহিদ। জাবিউল্লাহ মুজাহিদ বলেন, আফগানিস্তানের তালেবান অন্যের দেশে হস্তক্ষেপ করে না।