শিরোনাম
লিবিয়া পূর্ব নির্ধারিত সময় ২৪ ডিসেম্বর প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির অন্তর্বর্তী সরকারের প্রধান।
অন্তর্বর্তী সরকারপ্রধান রমজান আবু জান্নাত বলেন, আমরা নির্বাচন আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। খবর ডেইলি সাবাহর।
দেশটির প্রধানমন্ত্রী আব্দুল্লাহ হামিদ দেবিবাহ প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেওয়ার পর থেকে অন্তর্বতী সরকারপ্রধানের দায়িত্ব সামলাচ্ছেন আবু জান্নাত।
অন্তর্বতী সরকারপ্রধান বলেন, ২৪ ডিসেম্বরকে ঐতিহাসিক দিনে রূপ দেওয়ার সুযোগ আমাদের রয়েছে।
২০১১ সালে স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়ায় বিশৃঙ্খলা বিরাজ করছে। অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনকে তেল সমৃদ্ধ উত্তর আফ্রিকার দেশটিতে এক দশক ধরে চলা সংঘাত থেকে বের হয়ে আসার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
কিন্তু প্রার্থিতা ও তারিখসহ নানা বিষয়ে নির্বাচনকে ঘিরে বিতর্ক দেখা দিয়েছে।
এ বিষয়ে দেশটির রাজধানী ত্রিপোলিতে এক সংবাদ সম্মেলনে আবু জান্নাত বলেন, কেউই লিবিয়ার নাগরিকদের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হওয়া থেকে বঞ্চিত করতে পারবে না। আমরা এটি কখনও হতে দেব না।
তিনি জানান, অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরা ‘নির্বাচিত সরকারকে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত রয়েছে’।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী খালেদ মাজেন বলেন, প্রেসিডেন্ট নির্বাচন সময়মতো অনুষ্ঠিত হবে। বাধা সত্ত্বেও আমার মন্ত্রণালয় নির্বাচনকে ঘিরে ভোটকেন্দ্রে নাগরিকদের সুরক্ষার জন্য প্রস্তুত।
নির্বাচনে গাদ্দাফিপুত্র সাইফ আল-ইসলাম গাদ্দাফি, আব্দুল হামিদ দেবিবাহ ও জেনারেল খলিফা হাফতার প্রতিদ্বন্দ্বিতা করছেন।
২০২০ সালের অক্টোবরে হওয়া যুদ্ধবিরতির পর থেকে দেশটিতে শান্তি বিরাজ করছে। কিন্তু বিশেষজ্ঞদের শঙ্কা, নির্বাচনের পরে ফের সংঘাত বাড়তে পারে।