কলকাতায় ২০ বাংলাদেশি আটক, নেই বৈধ কাগজপত্র

ফানাম নিউজ
  ১৩ ডিসেম্বর ২০২১, ১১:৩০

আগামী ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার নির্বাচন। নির্বাচন উপলক্ষে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা, করা হচ্ছে তল্লাশি। এ পরিস্থিতিতে কলকাতা পুলিশের হাতে আটক হলো মানবপাচারকারী চক্রের হোতাসহ ২০ বাংলাদেশি।

রোববার (১২ ডিসেম্বর) আনন্দপুর থানা সংলগ্ন গুলশান কলোনির একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ।

পুলিশ জানায়, আটক মানবপাচারকারী চক্রের মূলহোতার নাম মফিজুর রহমান। হিউম্যান ট্রাফিকিংয়ের ক্যাসে উত্তরপ্রদেশ পুলিশ তাকে দীর্ঘদিন ধরে খুঁজে রেড়াচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সূত্রে খবর পেয়ে গুলশান কলোনির ওই বাড়িতে অভিযান চালিয়ে মানবপাচারকারী চক্রের হোতাসহ ২০ জনকে আটক করা হয়। পরে জানা যায়, আটকরা বাংলাদেশি নাগরিক।

আটক মফিজুরের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি জাল পরিচয়পত্র বানিয়ে মানবপাচার করে আসছিলেন। তাকে ট্রানজিট রিমান্ডে নেওয়া হবে।

জানা গেছে, আটক বাংলাদেশিরা কোনো সদুত্তর দিতে পারেনি। তাই থানায় রাখা হয়েছে। তারা পুলিশকে কোনো বৈধ কাগজপত্রও দেখাতে পারেনি।