আমিরাত সফরে গেলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী

ফানাম নিউজ
  ১৩ ডিসেম্বর ২০২১, ০১:৫৫

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার সংযুক্ত আরব আমিরাত সফর করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। বিশ্ব শক্তি ও ইরানের মধ্যে পারমাণবিক আলোচনার লড়াইয়ের পটভূমিতে বেনেটের এ সফর। 

সোমবার আমিরাতের যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে তাঁর। এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর এ কথা জানিয়েছে। খবর আল-জাজিরার। 

বিবৃতিতে বলা হয়েছে, দুই নেতা ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সম্পর্ক, বিশেষ করে অর্থনৈতিক ও আঞ্চলিক সমস্যা নিয়ে আলোচনা করবেন। 

এ সফরের বিষয়টি অবশ্য সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে ইসরায়েল।

গত বছর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশ তাদের সম্পর্ক স্বাভাবিক করে এবং একে অপরের দেশে রাষ্ট্রদূত প্রেরণ করে।