ফ্রান্সের বন্যা, দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের

ফানাম নিউজ
  ১২ ডিসেম্বর ২০২১, ০০:০১

ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টির প্রভাবে বন্যা হয়েছে। এক রাতের মধ্যে নদীর দুই কূল প্লাবিত হয়েছে। ক্ষয়ক্ষতি কমাতে সেখানে বিভিন্ন এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, এদিকে পাইরেনিস পার্বত্য অঞ্চলে বরফ গলছে সম্প্রতি। বন্যার পানি বাড়ার ক্ষেত্রে এর প্রভাব রয়েছে। সেখানকার পরিস্থিতি তুলে ধরে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল ডারমানিন বলেন, একজন আহত হয়েছেন। গুরুতর আহত কিংবা কেউ মারা যাননি। কয়েক ঘণ্টার মধ্যে ২৫০টি ফোনকল পেয়েছে সেখানকার অগ্নিনির্বাপণ বিভাগ।

এদিকে ফ্রান্সের আবহাওয়া অধিদপ্তর সতর্ক করে বলেছে, পাইরেনিস পর্বতে ব্যাপক পরিমাণে তুষার ধস দেখা দিতে পারে।

ফ্রান্স ও স্পেন বিভক্ত হয়েছে পাইরেনিস পর্বত দিয়ে। এই অঞ্চল প্লাবিত হয়েছে। স্পেনে ভূমিধস দেখা দিয়েছে। সেখানে দুই সপ্তাহ ভারী বৃষ্টি হয়েছে। সেখানে ভূমিধসের কারণে গাড়িতে আটকা পরে মারা গেছেন এক নারী।

ফ্রান্সের একুইতাইনে অঞ্চলের কর্মকর্তা এরিক স্পিটজে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আরও বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এর কারণে বন্যার পানি বাড়তে পারে।

ফ্রান্সের উপকূলীয় বেওন্নে শহরের নাইভে নদীর তীরবর্তী এলাকায় মানুষ জড়ো হয়েছিল ছবি তোলার জন্য। এরপর সেখানে মাইকিং করে সতর্কবার্তা দেওয়া হয়। বৈরী আবহাওয়ার কারণে গত শুক্রবার রাতের রাগবি টুর্নামেন্টের ম্যাচ বাতিল করা হয়েছে।