শিরোনাম
শিল্প ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে ত্রিপুরা সরকার। শিল্প-বাণিজ্যের বিকাশে গুচ্ছ সুযোগ প্রসারিত করার পাশাপাশি বেশকিছু ক্ষেত্রে নিয়ম সহজ করা হয়েছে।
সম্প্রতি ত্রিপুরার রাজধানী আগরতলার প্রজ্ঞা ভবনে দুই দিনব্যাপী বিনিয়োগ শীর্ষ সম্মেলন ২০২১ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এসব কথা বলেন। সম্মেলনের শেষদিন শুক্রবার (১০ ডিসেম্বর) শিল্পমন্ত্রী বলেন, তার উদ্যোগেই মূলত বিনিয়োগকারীরা ত্রিপুরায় ঢালাওভাবে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছেন।
সম্মেলন শেষে প্রজ্ঞা ভবনে এক সংবাদ সম্মেলনে শিল্পমন্ত্রী মনোজ কান্তি দেব বলেন, এখন পর্যন্ত আলোচনার মাধ্যমে অন্তত ৫০ জন শিল্পপতি বিনিয়োগের ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন। এক্ষেত্রে চুক্তি স্বাক্ষরিত হয়েছে মোট ২ হাজার ৫৬৪ কোটি রুপির। আগামী দুই থেকে চারদিনের মধ্যে এর পরিমাণ ৩ হাজার কোটি রুপি ছাড়িয়ে যাবে।
তিনি বলেন, এরই মধ্যে রাবার, বেম্বো, ট্যুরিজম, এডুকেশন ও আইটি-বিষয়ক একাধিক ক্ষেত্রে বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছেন। তারা তাদের নির্দিষ্ট প্রজেক্ট জমা করার পরই কোথায় তাদের শিল্পক্ষেত্র গড়ে তুলতে দেওয়া হবে তা নিয়ে সরকার ভাববে।
একই সংবাদ সম্মেলন থেকে ত্রিপুরা শিল্প ও বাণিজ্য নিগমের চেয়ারম্যান টিংকু রায় বলেন, শিল্প ছাড়া কোনো যে কোনো রাজ্য কোনো অবস্থায়ই এগিয়ে যেতে পারে না। এদিক থেকে বলতে গেলে সম্ভাবনাময় এই রাজ্যকে আগে সামনের সারিতে তুলে আনা না হলেও এখন সেই কাজটিই করতে চাচ্ছে সরকার। কাঁচামালে ভরপুর এ রাজ্যে দেশ-বিদেশের যে কোনো শিল্পপতি বিনিয়োগ করলে তাতে সমস্যায় পড়তে হবে না, বিদ্যুৎ থেকে শুরু করে গ্যাস ক্ষেত্রেও।
শিল্পমন্ত্রী মনোজ কান্তি দেব, রাজ্যের যুবক-যুবতীদের জন্য এ উদ্যোগের ফলে কর্মসংস্থানেরও একটি সুযোগ তৈরি হবে। অন্তত ১০ হাজার জনের কর্মসংস্থান তৈরি হবে।
ত্রিপুরায় এবারই প্রথমবারের মতো বিনিয়োগ শীর্ষ সম্মেলন আয়োজন করা হয়। এতে দারুণ সফলতা এসেছে। রাজ্যের বিভিন্ন শিল্পোদ্যোক্তারাও উৎসাহিত হয়েছেন।
সম্মেলনের প্রথমদিন উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, সরকার বিনিয়োগকারীদের সুবিধার জন্য রাজ্যে শিল্প পরিকাঠামো ও বাণিজ্যিক নিরাপত্তার জন্য একটি অনুকূল পরিবেশ তৈরির দিকে অগ্রাধিকার দিচ্ছে। ঐতিহ্যগত ধারার বাইরে গিয়েও সঠিক শিল্প নির্বাচন ও বিনিয়োগের মাধ্যমে উদ্ভাবনী উপায়ে শিল্প বিকাশের বিশাল সুযোগ রয়েছে বলে তিনি মনে করেন। শিল্পপতিদের রাজ্যের সম্ভাব্য খাতে বিনিয়োগের জন্য স্বাগত জানান তিনি।
বিনিয়োগ শীর্ষ সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রথমদিনেই যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল। আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর-পূর্বকে পরিণত করে তোলার আহ্বান জানিয়েছেন। এছাড়া উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোকে উন্নয়নের লক্ষ্যে কেন্দ্রীয় সরকার নানা দিক থেকে উন্নয়নমূলক প্রকল্পগুলোকে বিশেষ করে গুরুত্ব দিচ্ছে।
অনুষ্ঠানে আগত শিল্পপতি ও বিনিয়োগকারীদের সঙ্গেও মতবিনিময় করেন কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য দপ্তরের এই মন্ত্রী।