কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের গুলিতে ২ পুলিশ নিহত

ফানাম নিউজ
  ১১ ডিসেম্বর ২০২১, ০০:৩৯

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের বান্দিপোরা জেলায় বিচ্ছিন্নতাবাদীদের গুলিতে দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে। জানা গেছে, ঘটনাটি বান্দিপোরার গুলশান চকে ঘটেছে। নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে ও হামলাকারীদের ধরতে তল্লাশি শুরু করেছে। খবর এনডিটিভির।

পুলিশ জানিয়েছে, গুলিবিদ্ধ অবস্থায় গুরুতর আহত দুই পুলিশ সদস্যকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

কাশ্মীর জোন পুলিশ এক টুইটার বার্তায় জানায়, বিচ্ছিন্নতাবাদীরা বান্দিপোরার গুলশান চক এলাকায় একটি পুলিশ দলের ওপর গুলি চালায়। এতে মোহাম্মাদ সুলতান ও ফায়াজ আহমেদ নামে দুই পুলিশ সদস্য নিহত হন। বিস্তারিত জানার জন্য এলাকাটি ঘিরে রাখা হয়েছে।

সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এক টুইটার বার্তায় উত্তর কাশ্মীরের বান্দিপোরা এলাকায় পুলিশের ওপর হামলার নিন্দা জানান। তিনি বলেন, আল্লাহ তাদের জান্নাত দান করুন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনাও প্রকাশ করেন তিনি।

সম্প্রতি জম্মু-কাশ্মীরে অন্য রাজ্যর শ্রমিকদের ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যেসব হামলার ঘটনা ঘটেছে তার মধ্যে এটি অন্যতম। যারা এসব হামলা ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের প্রায় সবাই পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত হয়েছেন।

১৯৪৭ সালের পর থেকেই কাশ্মীরের কিছু অংশ ভারত আর কিছু অংশ পাকিস্তানের নিয়ন্ত্রণে রয়েছে। তবে কাশ্মীরকে দু’পক্ষই নিজেদের বলে দাবি করে আসছে।