বাণিজ্য সম্মেলনকে আন্তর্জাতিক রূপ দিতে বদ্ধপরিকর পশ্চিমবঙ্গ সরকার

ফানাম নিউজ
  ১১ ডিসেম্বর ২০২১, ০০:২৭

২০২২ সালের বছর এপ্রিল মাসে রাজ্যের প্রস্তাবিত বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনকে প্রকৃত অর্থেই আন্তর্জাতিক মানের সম্মেলনে রূপ দিতে বদ্ধপরিকর পশ্চিমবঙ্গ সরকার। সে কারণে বিশ্বের সেরা শিল্প সংস্থাগুলোকে এই সম্মেলনের মঞ্চে হাজির করার জন্য ইতোমধ্যে তৎপরতা শুরু করেছে তারা।

এ লক্ষ্যে শুক্রবার (১০ ডিসেম্বর) রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ড. অমিত মিত্র নবান্ন থেকে ইতালি, স্পেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডসের মতো বিশ্বের ২৫টি দেশের কনসাল জেনারেলদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠক করেন।

সেখানে অমিত মিত্র রাজ্যের বর্তমান শিল্পনীতির বিষয়টি তুলে ধরে তথ্যপ্রযুক্তি, শিক্ষা, কারিগরি, বৃত্তিমূলক প্রশিক্ষণ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিনিয়োগের ওপরে জোর দেন। সংশ্লিষ্ট কনসাল জেনারেলরা বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের সাফল্য কামনা করে এতে অংশ নেওয়ার আশ্বাস দিয়েছেন।

প্রসঙ্গত, দুই বছরের বিরতির পর আগামী ২০ এপ্রিল পশ্চিমবঙ্গে দুই দিনের ষষ্ঠ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আসর বসছে।