শিরোনাম
ভারতের উত্তরপ্রদেশে শিশু কোলে নিয়ে থাকা এক ব্যক্তি পুলিশের বেধড়ক পিটুনির শিকার হয়েছেন। এ ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকেলে ঘটনাটি ঘটেছে কানপুরের দেহাতের আকবরপুর শহরে।
এক মিনিটের ওই ভিডিওতে দেখা যাচ্ছে, স্থানীয় পুলিশ স্টেশনের একজন পরিদর্শক শিশু কোলে নিয়ে থাকা ওই ব্যক্তিকে লাঠি দিয়ে বেধড়ক পেটাচ্ছেন। আরেকজন পুলিশ সদস্য এসে কাঁদতে থাকা শিশুটিকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন।
এদিকে ভিডিও ক্লিপটি ছড়িয়ে পড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা জানাচ্ছেন অনেকেই।
ঘটনার বিষয়ে কানপুরের ডেপুটি পুলিশ সুপার অরুণ কুমার বলেন, পুলিশ একটু বেশি বাড়াবাড়ি করেছে।
এ ঘটনার পর কানপুর দেহাত পুলিশ এক টুইট বার্তায় জানিয়েছে, ঘটনাটির তদন্ত করা হচ্ছে এবং ওই পুলিশ পরিদর্শককে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
সূত্র: এনডিটিভি