শিরোনাম
করোনার টিকা গ্রহণের ভুয়া সনদ সংগ্রহ করা এক ব্যক্তি তার স্ত্রী ও তিন সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন। সূত্র: রয়টার্স
ঘটনাটি ঘটেছে জার্মানির বার্লিনের দক্ষিণে কোয়েনিগস ওয়াস্টারহাউসেন এলাকায়।গত শনিবার ওই যুবকের বাড়ি থেকে গুলিবিদ্ধ অবস্থায় পরিবারের পাঁচ সদস্যের মরদেহ উদ্ধার করে দেশটির পুলিশ।
গ্রেপ্তার আতঙ্কে তিনি ওই হত্যাযজ্ঞ চালিয়েছেন বলে মঙ্গলবার এক জার্মান প্রসিকিউটর জানিয়েছেন।
নিহতদের মধ্যে দুজনের বয়স ৪০ বছর এবং তিন শিশুর বয়স ৪, ৮ ও ১০ বছর। গুলিবিদ্ধ হয়ে তাদের সবার মৃত্যু হয়েছে বলে রয়টার্স জানায়।
পুলিশের ধারণা, করোনার টিকা গ্রহণের ভুয়া সনদ সংগ্রহের ঘটনা ধরা পড়লে তাদের গ্রেপ্তার ও সন্তানদের কেড়ে নেওয়া হবে। এই আশঙ্কা থেকেই স্ত্রী ও তিন সন্তানকে হত্যার পর নিজেই আত্মহত্যা করেন ওই ব্যক্তি।
পুলিশের পাওয়া একটি সুইসাইড নোটে ওই ব্যক্তি উল্লেখ করেছেন, তিনি স্ত্রীর জন্য একটি ভুয়া করোনার টিকা নেওয়ার সনদ বানিয়েছেন। কিন্তু বিষয়টি স্ত্রীর অফিসের লোকজন জানতে পারে। ফলে ওই দম্পতি গ্রেপ্তার ও সন্তান হারানোর আশঙ্কায় ছিলেন।