শিরোনাম
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করে দিয়ে বলেছে, করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট মহামারির গতিপথ বদলে দিতে পারে। সংস্থাটি দেশগুলোকে যত দ্রুত সম্ভব নিজ নিজ জনগোষ্ঠীকে টিকাপ্রদানের এবং মানুষের সুরক্ষায় সংক্রমণ নিয়ন্ত্রণের বিধিনিষেধ বহাল রাখার তাগিদ দিয়েছে।
ডব্লিউএইচও মহাপরিচালক টেড্রোস আডানোম গেব্রিয়াসিস বুধবার (৮ ডিসেম্বর) বলেন, ‘আমরা বিশ্বের সংকট হয়ে ওঠা থেকে ওমিক্রনকে রুখতে পারি। ভাইরাসটি পরিবর্তিত হচ্ছে কিন্তু আমাদের সমন্বিত সমাধান অবশ্যই বদলাতে দেওয়া যাবে না।’
সংস্থাটি বলছে, ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়ে ওমিক্রন মৃদু হতে পারে বলে প্রাথমিক প্রমাণ থাকলেও এই বিষয়ে নিশ্চিত হওয়ার সময় এখনও আসেনি।
টেড্রোস আডানোম গেব্রিয়াসিস বলেন, ওমিক্রনের কয়েকটি বৈশিষ্ট্য, যেমন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া এবং বিপুল সংখ্যক পরিবর্তন ইঙ্গিত দিচ্ছে যে মহামারির গতিপথে এটি বড় প্রভাব ফেলতে পারে।
ডব্লিউএইচও দেশগুলোকে টিকার বুস্টার ডোজ প্রয়োগ বন্ধ রাখার আহ্বান জানিয়ে আসছে। যাতে করে দরিদ্র দেশগুলোতে আরও বেশি টিকা সরবরাহ সম্ভব হয়। তবে ধনী দেশগুলোর সরকার তা মানতে অস্বীকৃতি জানাচ্ছে।
ওমিক্রন ভ্যারিয়েন্ট এখন পর্যন্ত বিশ্বের ৫৭টি দেশে ছড়িয়েছে। অন্য স্ট্রেইনগুলোর তুলনায় এই ভ্যারিয়েন্টটি বেশি সংক্রামক বলে দেখা যাচ্ছে। ডব্লিউএইচও’র জরুরি কর্মসুচির নির্বাহী পরিচালক মাইক রায়ান বলেছেন, ডেল্টার চেয়ে ওমিক্রন বেশি সংক্রামক হলেও এর অর্থ এই নয় যে এই ভাইরাসটিকে ঠেকানো যাবে না।