শিরোনাম
সাংবাদিক জামাল খাশোগি হত্যার সঙ্গে জড়িত সন্দেহে ফ্রান্সের প্যারিসে সৌদি আরবের এক নাগরিককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার চার্লস-ডি-গল বিমানবন্দরে সন্দেহভাজন খালেদ আদেহ আল-ওতাইবিকে গ্রেফতার করা হয় বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।
জামাল খাশোগি হত্যার ঘটনায় তুরস্ক যে ২৬ জন সৌদি নাগরিককে খুঁজছিল তার মধ্যে খালেদ আদেহ আল-ওতাইবি একজন বলে ধারণা করা হচ্ছে।
তবে সৌদির একজন কর্মকর্তা বলেছেন, ভুল করে ওতাইবি নামের সৌদি রয়্যাল গার্ডের সাবেক ওই সদস্যকে আটক করা হয়েছে। এ ঘটনার যারা জড়িত ছিল তাদের সবাইকে সৌদি আরবে শাস্তি দেওয়া হয়েছে বলেও দাবি ওই কর্মকর্তার।
সৌদি আরবের রাজতন্ত্রের সমালোচক সাংবাদিক খাশোগিকে ২০১৮ সালের অক্টোবরে ইস্তামবুলের সৌদি কনস্যুলেটে হত্যা করা হয়। সৌদি আরব দাবি করেছিল, ওয়াশিংটন পোস্টের সাবেক এই সাংবাদিককে দেশে ফিরতে রাজি করানোর জন্য পাঠানো এজেন্টদের ‘অভিযানে’ তিনি নিহত হন।
তবে তুরস্কের কর্মকর্তারা শুরু থেকেই দাবি করছেন, এজেন্টরা সৌদি সরকারের সর্বোচ্চ পর্যায়ের আদেশে এ কাজ করেছেন।
‘বাংলাদেশের সাথে সম্পর্কের ফাটল চায় না ভারত’
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ভারত এমন কোনো পদক্ষেপ নিতে চায় না যা বাংলাদেশ-ভারতের মধ্যে চলমান দ্বিপাক্ষিক সম্পর্কের চমৎকার ‘সোনালি অধ্যায়ে’ ফাটল ধরাতে পারে।
সফররত ভারতীয় পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা পররাষ্ট্র মন্ত্রণালয়ে ড. মোমেনের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি গণমাধ্যমকে আরও বলেন, তারা এমন কোন ঘটনাও দেখতে চায় না যা বাংলাদেশ-ভারতের সম্পর্কে কোনো ধরনের ফাটল ধরাতে পারে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটি একটি সৌজন্য বৈঠক ছিল। আজ সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শ্রিংলা বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সব দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেছে।
ড. মোমেন বলেন, সংক্ষেপে তারা বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত হত্যা ও পানিবণ্টনসহ বেশ কয়েকটি অমিমাংসিত বিষয় নিয়ে আলোচনা করেন।
তিনি আরও বলেন, তারা আমাদের সীমান্তের অবাঞ্ছিত ঘটনা রোধে একটি ফর্মুলা দিয়েছে। দুই দেশের মধ্যে পানিবণ্টন সমস্যা সমাধানে পরবর্তী যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠক আয়োজনের প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্যও ঢাকা ভারতকে আহ্বান জানিয়েছে।
বাংলাদেশ-ভারত সম্পর্ককে মধুর বলে অভিহিত করে ড. মোমেন বলেন, দুই দেশ এটিকে আরও উন্নত করতে চায়।
শ্রিংলা মঙ্গলবার সকালে দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করতে এবং আগামী ১৫ থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত ভারতীয় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের রাষ্ট্রীয় সফরের প্রস্তুতিতে সহায়তা করার জন্য দুই দিনের সরকারি সফরে ঢাকায় এসেছেন।
ভারতীয় পররাষ্ট্র সচিব আগামীকাল নয়াদিল্লি ফিরে যাওয়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।