কাতার গেলেন এরদোগান

ফানাম নিউজ
  ০৬ ডিসেম্বর ২০২১, ১৩:২১

দুদিনের রাষ্ট্রীয় সফরে কাতার গেলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

দোহায় সোমবার থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ৭ম তুরস্ক-কাতার বৈঠক। সোম থেকে মঙ্গলবার এ আলোচনাসভায় অংশ নিতেই দোহায় গেলেন এরদোগান।

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি রোববার এক বিবৃতিতে এ বৈঠকের কথা জানান। খবর আনাদোলুর।

এতে বলা হয়, ৬-৭ ডিসেম্বর দোহায় অনুষ্ঠিত দ্বিপক্ষীয় আলোচনায় অংশ নিতে এরদোগান কাতার এসে পৌঁছেছেন।

তুরস্কের সঙ্গে কাতারের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে গত সাত বছর ধরে এ সম্মেলনের আয়োজন করা হচ্ছে।

বৈঠকে দ্বিপক্ষীয় বিষয় ছাড়াও আঞ্চলিক এবং আন্তর্জাতিক ইস্যুতেও আলোচনা করবেন দুই দেশের রাষ্ট্রপ্রধান।  

সৌদি আরব এবং কয়েকটি আরব দেশ ২০১৭ সালে কাতারের ওপর অবরোধ আরোপ করলে আঙ্কারার সঙ্গে সম্পর্ক আরও জোরদার হয় দোহার।
 
সাম্প্রতিক বছরগুলোতে সামরিক ও অর্থনীতিক খাতে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হয়।