আল-আকসায় থাই সুন্দরীর প্রবেশে জেরুজালেমে উত্তেজনা

ফানাম নিউজ
  ০৪ ডিসেম্বর ২০২১, ১৪:৪৩

বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার ৭২তম আসর বসতে যাচ্ছে ইহুদিবাদী দেশ ইসরাইলে। দেশটির এইলাত শহরে আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা। সূত্র:  আরব নিউজ

এবারের আসরে থাইল্যান্ড থেকে অংশ নিচ্ছেন এনচলি স্কট কেম্মিস। কিন্তু ইসরাইল সফরে এসে তিনি গোপনে মুসলিমদের পবিত্র মসজিদ আল-আকসায় ঘুরতে যান।

পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করলে জেরুজালেমে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সেখানে ফিলিস্তিনিরা এ ঘটনার নিন্দা জানিয়ে ইসরাইলের এ সুন্দরী প্রতিযোগিতা বয়কটের ডাক দিয়েছেন।
 
গত রোববার ভারি অস্ত্রে সজ্জিত ইসরাইলি সেনাদের কঠোর পাহারায় আল-আকসা কম্পাউন্ডে প্রবেশ করেন থাই সুন্দরী এনচলি স্কট কেম্মিস।

এ ঘটনায় ক্ষুদ্ধ ফিলিস্তিনিরা সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, 'শেম অন হার, #ফ্রি প্যালেসটাইন'।