ইয়েমেনে সামরিক উপস্থিতির খবর প্রত্যাখ্যান করল ইরান

ফানাম নিউজ
  ০৩ ডিসেম্বর ২০২১, ১১:২৫

ইয়েমেনে ইরানের গোপন সামরিক স্থাপনায় সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের হামলা চালানোর দাবি সঠিক নয় বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে।

তিনি জানান, ইয়েমেনে ইরানের কোনো সামরিক উপস্থিতি নেই।

বুধবার সাঈদ খাতিবজাদে এসব তথ্য জানান। তাসনিম নিউজ এজেন্সি।

খবরে বলা হয়, ইয়েমেনের রাজধানী সানায় ইরানের গোপন সামরিক স্থাপনায় সৌদি জোটের হামলা চালানোর দাবি সঠিক নয়। এ ছাড়া ইয়েমেনে ইরানের সামরিক উপস্থিতি নেই।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইয়েমেনে ইরানের কোনো সামরিক স্থাপনা কখনো ছিল না যেখানে তারা (সৌদি জোট) হামলা চালাতে পারে। ইয়েমেনে রিয়াদের নেতৃত্বাধীন জোটের করা অপরাধকে আড়াল করতে এ ধরনের অভিযোগ তোলা হচ্ছে।

‘এ ধরনের ভিত্তিহীন বিবৃতি ইয়েমেনের বাস্তবতাকে কখনো পরিবর্তন করতে পারবে না’, যোগ করেন খাতিবজাদে।

ইয়েমেনের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আবদে রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় ফেরাতে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে ২০১৫ সালের মার্চ মাসে যুদ্ধ করে সৌদি জোট। এর পর থেকে যুদ্ধে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। বিশ্বের সবচেয়ে বাজে মানবিক সংকট পরিস্থিতির সৃষ্টি হয়েছে।