শিরোনাম
আপাতত ‘ইউরোপিয়ান সেনাবাহিনী’ গঠনের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়ে দিয়েছে ইউরোপীয় কমিশন। সোমবার ইউরোপীয় কমিশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। খবর আনাদোলুর।
‘ইউরোপিয়ান সেনাবাহিনী’ গঠনের বিষয়ে কমিশনের মুখপাত্র নাবিলা মাসরালিকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এখন এমন কোনো প্রস্তাব আলোচনার টেবিলে নেই।
নাবিলা বলেন, বর্তমানে সদস্য দেশগুলোকে সহযোগিতা করা আমাদের প্রধান লক্ষ্য।
ইউরোপীয় ইউনিয়ন জোটের নিরাপত্তা নিশ্চিতে কি পদক্ষেপ নিয়েছে তার একটি খসড়া বছরের শেষ দিকে প্রকাশ করা হবে।
আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সময় বিশৃঙ্খল পরিস্থিতি এবং সম্প্রতি অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিকি নিরাপত্তা চুক্তির পর ‘ইউরোপিয়ান সেনাবাহিনী’ গঠনের বিষয়টি আলোচনায় আসে।