পশ্চিমবঙ্গে সড়ক দুর্ঘটনায় নিহত ১৮

ফানাম নিউজ
  ২৯ নভেম্বর ২০২১, ০০:৫৩

ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন। খবর হিন্দুস্তান টাইমসের।

গতকাল শনিবার গভীর রাতে নদীয়ার ফুলবাড়ি এলাকায় শববাহী একটি গাড়ির সঙ্গে পাথরবোঝাই একটি লরির সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ এসব তথ্য জানায়।

নদীয়ার হাঁসখালী থানা-পুলিশের কর্মকর্তারা জানান, গতকাল রাতে শববাহী একটি গাড়িতে করে একদল শ্মশানযাত্রী উত্তর চব্বিশ পরগনার বাগদা এলাকা থেকে নদীয়ার নবদ্বীপ শ্মশানে যাচ্ছিলেন। নদীয়ার হাঁসখালীর ফুলবাড়ি এলাকায় শববাহী গাড়িটির চালক নিয়ন্ত্রণ হারান। গাড়িটি সড়কে দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই একটি লরিতে গিয়ে ধাক্কা খায়। এতে হতাহতের ঘটনা ঘটে।
 
দুর্ঘটনায় ঘটনাস্থলেই অন্তত ১৮ জন প্রাণ হারান। আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় বাসিন্দারা বলছেন, বেপরোয়া গতি ও ঘন কুয়াশার কারণে শববাহী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরুর কথা জানিয়েছে পুলিশ।

দুর্ঘটনায় হতাহতের ঘটনায় ভুক্তভোগীদের প্রতি সমবেদনা জানিয়ে টুইট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল জগদীপ ধনখড়।

অমিত শাহ তাঁর টুইটে বলেন, পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। এই দুর্ঘটনায় প্রাণ হারানো মানুষদের প্রতি তিনি সমবেদনা জানাচ্ছেন। আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করছেন।