সুরে সুরে কথা বলে গ্রামবাসী

ফানাম নিউজ
  ২৫ নভেম্বর ২০২১, ১২:৩৮

পাহাড়ের গায়ে গাছগাছালি ঘেরা শান্ত-নিবিড় একটি গ্রাম। মাঝে মাঝেই ভেসে আসে বিচিত্র শিস। কখনও কিচিরমিচির শব্দের সুর। তবে তা কিন্তু পাখির নয়, মানুষের।

মেঘালয়ের গহিন অরণ্যের এই গ্রামের নাম কংথং। এখানকার মানুষ এভাবেই সুরে সুরে কথা বলে।

এই গ্রামের মানুষের কথা বলার এক বিশেষ ঐতিহ্য রয়েছে। শব্দে নয়, তারা গান বা সুললিত সুরে একে-অন্যের সঙ্গে যোগাযোগ করেন, ডাকেন।

কংথং ছাড়াও এর আশপাশের আরও বেশ কিছু গ্রামেও ছড়িয়েছে এই ঐতিহ্য।

শুধু তাই নয়, এই গ্রামের প্রত্যেক মা তার সন্তানদের জন্য আলাদা আলাদা সুর তৈরি করেন। সূত্র: বিবিসি।