ফের প্রেসিডেন্ট প্রার্থী হতে চান বাইডেন: হোয়াইট হাউজ

ফানাম নিউজ
  ২৩ নভেম্বর ২০২১, ২৩:৩১

হোয়াইট হাউজ জানিয়েছে, ২০২৪ সালের নির্বাচনে ফের প্রার্থী হতে চান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি এই তথ্য নিশ্চিত করেছেন।

গত কয়েক মাস ধরে গ্রহণযোগ্যতা কমছে ৭৯ বছর বয়সী বাইডেনের। এতে অনেক ডেমোক্র্যাটই ধারণা করতে থাকেন আগামী নির্বাচনে হয়তো আর প্রার্থী হবেন না তিনি।

সোমবার নর্থ ক্যারোলিনায় মার্কিন সেনাদের ধন্যবাদ জ্ঞাপনের আয়োজনে যোগ দিতে যান জো বাইডেন। ওই যাত্রার সময়ে তাকে বহনকারী বিমান এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকেরা জেন সাকির কাছে বাইডেন আগামী নির্বাচনে প্রার্থী হচ্ছেন কিনা তা জানতে চান। জবাবে জেন সাকি বলেন, ‘হ্যাঁ, এটাই তার ইচ্ছা।’

২০২০ সালের নির্বাচনে দেশটির সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন বাইডেন। ২০২৪ সালে তিনি যখন প্রথম মেয়াদ শেষ করবেন, তখন তাঁর বয়স হবে ৮২ বছর।

মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর গত শুক্রবার বাইডেন প্রথমবারের মতো তাঁর স্বাস্থ্য পরীক্ষা করান। ৭৯তম জন্মবার্ষিকীর ঠিক আগের দিন বাইডেনের স্বাস্থ্য পরীক্ষা করা হলো। স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসকেরা জানান, বাইডেন প্রেসিডেন্টের দায়িত্ব পালনে সক্ষম।