৫  থকে ১১ বছর বয়সীদের টিকা দিচ্ছে ইসরায়েল

ফানাম নিউজ
  ২৩ নভেম্বর ২০২১, ২৩:৩০

করোনাভাইরাসের বাড়তে থাকা সংক্রমণ মোকাবিলায় ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের এর টিকা প্রয়োগ শুরু করেছে ইসরায়েল। সোমবার থেকে এসব শিশুদের ফাইজার/বায়োএনটেক টিকা দেওয়া হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত জুনে ইসরায়েলে করোনা সংক্রমণের চতুর্থ ঢেউ শুরু হয়। সেপ্টেম্বরে তা কমতে থাকে। তবে গত দুই সপ্তাহ ধরে দেশটিতে ফের সংক্রমণ বাড়ছে। আশঙ্কা রয়েছে ভাইরাসটির সংক্রমণ জ্যামিতিক হারে বাড়তে পারে। এছাড়া গত কয়েক দিন ধরেই দৈনিক সংক্রমণও বাড়ছে। সংক্রমিতদের অর্ধেকের বেশির বয়স ১১ বছর বা তার চেয়েও নিচে।

সোমবার তেল আবিবে শিশুদের টিকা দেওয়া শুরু হয়। মঙ্গলবার দেশ জুড়ে টিকাদান শুরু হয়েছে। সোমবার টিকা পাওয়া এক শিশুর অভিভাবক কেটি বাই সালোম বলেন, ‘শিশুরা স্কুলে যায়, অন্য শিশুদের সঙ্গে মেশে আর তারা প্রচুর সামাজিক কার্যক্রম করে। তাদের টিকা দেওয়াতে পারায় এবং স্বাভাবিক জীবনে ফিরতে দিতে পারায় আমরা আনন্দিত।’

টেলিভিশন ক্যামেরার সামনে টিকা নিয়ে সোমবার বেশ কিছু শিশু হেসে দেয় আবার অনেকেই কেঁদে ফেলে এবং বাবা-মাকে জড়িয়ে ধরে।

ইসরায়েলের প্রায় ৯৪ লাখ জনগোষ্ঠী তরুণ। এর মধ্যে প্রায় ১২ লাখ শিশুর বয়স ৫ থেকে ১১ বছর। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী নভেম্বর নাগাদ আক্রান্তদের এক তৃতীয়াংশই এই বয়স গ্রুপের অন্তর্ভুক্ত।