জামালের খুনিদের জন্য গান করো না, বিবারকে খাসোগির বাগদত্তা

ফানাম নিউজ
  ২২ নভেম্বর ২০২১, ১৭:৩৬

সৌদি আরবের জেদ্দায় ৫ ডিসেম্বর একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে জনপ্রিয় গায়ক জাস্টিন বিবারের। আর তাকে এ সংগীত অনুষ্ঠানে যোগ না দিতে অনুরোধ জানিয়েছেন তুরস্কের সৌদি দূতাবাসে হত্যার শিকার সাংবাদিক জামাল খাসোগির বাগদত্তা।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

খাসোগির বাগদত্তা হেতিস সেঙ্গিজের এক খোলা চিঠি সম্প্রতি প্রকাশ হয়েছে মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টে।

চিঠিতে তিনি জাস্টিন বিবারের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ওই অনুষ্ঠানে পারফরম্যান্স বাতিল করে বিশ্বকে একটি শক্তিশালী বার্তা পৌঁছে দাও যে, তোমার খ্যাতি ও প্রতিভা যারা নিজের সমালোচকদের হত্যা করে, তাদের মর্যাদা ফেরানোর কাজে ব্যবহৃত হবে না।

সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার পরিকল্পনায় যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে অভিযুক্ত করে চলতি বছর ফেব্রুয়ারিতে গোয়েন্দা প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন।

তবে যুবরাজ মোহাম্মদ বিন সালমান এ হত্যার সঙ্গে সম্পৃক্ত থাকার বিষয় অস্বীকার করেছেন।

হেতিস সেঙ্গিজ লিখেছেন, আমার প্রিয় জামালের খুনিদের জন্য গান করো না। দয়া করে তার হত্যাকারী মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে কথা বলো এবং তার নিন্দা জানাও। তোমার কথা লাখ লাখ মানুষ শুনবে।

জেদ্দায় অনুষ্ঠেয় ফর্মুলা ওয়ান সৌদি অ্যারাবিয়ান গ্র্যান্ড প্রিক্সে বিবারসহ বেশ কয়েকজন শিল্পী অংশ নেওয়ার কথা রয়েছে।

হেতিস সেঙ্গিজ লিখেছেন, যদি তুমি এমবিএসের ( সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান) দাবার ঘুঁটি হতে অস্বীকার করো, তবে তোমার স্পষ্ট বার্তা হবে— আমি স্বৈরাচারদের জন্য গান করি না। আমি অর্থের চেয়ে ন্যায়বিচার ও স্বাধীনতাকে পছন্দ করি।

২০১৮ সালের ২ অক্টোবর ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাসোগিকে নির্মমভাবে হত্যা করে সৌদি গুপ্তচররা। পরে তার লাশ কেটে টুকরো টুকরো করে ফেলা হয়েছে।

শুরু থেকেই যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হচ্ছে। যদিও তিনি হত্যায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছেন।