শিরোনাম
আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হচ্ছে শিশু নির্মাতা ও ভৈরবের মেয়ে জোহরা রহমান তিতলীর ‘অপেক্ষা’। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর পর্যন্ত ইংল্যান্ডের বার্মিংহামে অনুষ্ঠিতব্য ‘লিফট অব গ্লোবাল নেটওয়ার্ক’ আয়োজিত এ উৎসবে চলচ্চিত্রটি প্রদর্শিত হবে।
অভিনেতা বাবা মতিউর রহমান সাগরের হাত ধরে এ অঙ্গনে আসা জোহরা রহমানের। ‘অপেক্ষা’ ছবির চিত্রনাট্য রচনা, পরিচালনা ও কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছে জোহরা নিজেই। জোহরা ভৈরবের উদয়ন স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। তারা শহরের আমলাপাড়ার বাসিন্দা।
জোহরা রহমান তিতলী বলে, চলচ্চিত্রটিতে করোনায় গৃহবন্দি শিক্ষার্থীদের মানসিক চাপ ও মনের ব্যাকুলতাকে তুলে ধরা হয়েছে। আমার প্রত্যাশা ‘অপেক্ষা’ সবার কাছে গ্রহণযোগ্য স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে স্থান করে নেবে।
এ প্রসঙ্গে মতিউর রহমান সাগর বলেন, এতো বড় আয়োজনে আমার মেয়ের নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি প্রদর্শিত হবে এটা শুনেই বুকটা গর্ভে ভরে গেছে।