শিরোনাম
প্রেসিডেন্টের ক্ষমা ঘোষণায় খাওয়ার টেবিলে ঠাঁই পেতে যাওয়া দুই টার্কির জীবন রক্ষা পেয়েছে। বার্তা সংস্থা এএফপি শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, থ্যাংকস গিভিংয়ের প্রাক্কালে যুক্তরাষ্ট্রের ঐহিত্য হিসেবে প্রেসিডেনশিয়াল প্যারোলে ওই দুই টার্কির প্রাণ রক্ষার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
এতে পিনাট বাটার আর জেলি নামের বড় দুই সাদা টার্কি আগামী বৃহস্পতিবারের থ্যাংকস গিভিংয়ে রোস্ট হওয়া থেকে বেঁচে যায় বলে এএফপি জানিয়েছে।
থ্যাংকস গিভিংয়ের নৈশভোজে মার্কিন পরিবারগুলোতে টার্কির রোস্ট খাওয়ার রেওয়াজ আছে।
পিনাট বাটার আর জেলিকে ক্ষমা ঘোষণার পর বাইডেন অনেকটা ব্যঙ্গ করে বলেন, তাদের (টার্কি) মেজাজ, চেহারা এবং আমার ধারণা টিকার দেওয়ার বিষয়টির ওপর ভিত্তি করেই তাদের প্রাথমিকভাবে ক্ষমার জন্য নির্বাচন করা হয়েছিল।
শীতকালের আগেই মার্কিনিদের করোনা টিকার বুস্টার ডোজ নেওয়ার ব্যাপারেও বাইডেন প্রশাসন উৎসাহিত করছে। সেই ব্যাপারে ইঙ্গিত দিয়ে তিনি বলেন, রোস্টেড হওয়ার পরিবর্তে এই টার্কি দু’টি বুস্টেড (উৎসাহিত) হয়েছে।