পোল্যান্ডের জঙ্গল থেকে সিরিয়ান শিশুর মরদেহ উদ্ধার

ফানাম নিউজ
  ২০ নভেম্বর ২০২১, ০৮:৪৪

বেলারুশ সীমান্তের কাছে পোল্যান্ডের জঙ্গলে এক বছর বয়সী এক সিরিয়ান শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। পোল্যান্ড-বেলারুশ সীমান্তে এখন পর্যন্ত যেসব অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছেন তাদের মধ্যে এ শিশুটি সবচেয়ে ছোট বলে ধারণা করা হচ্ছে। কারণ এর আগে এত কম বয়সী কোনো অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর খবর পাওয়া যায়নি। পোল্যান্ডের একটি জরুরি মেডিকেল দল শিশুটির মরদেহ উদ্ধার করে। একজন অভিবাসনপ্রত্যাশীর আহত হওয়ার খবর শুনে প্রথমে তারা ঘটনাস্থলে যায়। শুক্রবার (১৯ নভেম্বর) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মেডিকেল দলটি এক টুইটার বার্তায় জানায়, স্থানীয় সময় দুপুর ২টা ২৬ মিনিটের সময় আহত একজন অভিবাসনপ্রত্যাশীর চিকিৎসার প্রয়োজন বলে আমরা জানতে পারি। ঘটনাস্থলে গিয়ে আমরা আরও তিনজনকে আহত অবস্থায় পাই। তারা দেড় মাসের বেশি সময় ধরে জঙ্গলে অবস্থান করছেন। এসময় সিরিয়ান এক দম্পতির শিশুকে মৃত অবস্থায় পাওয়ার কথাও জানায় দলটি।

শিশুটির কি কারণে মৃত্যু হয়েছে সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। সম্প্রতি ওই এলাকায় ১৩ জন মানুষ মারা যান। তাদের অধিকাংশই শীতের তীব্রতায় মারা গেছেন।

পোল্যান্ডের স্থানীয় তাতার মুসলিম সম্প্রদায়ের নেতা ম্যাকিয়েজ সেজেসনোভিজ বলেন, এটা হৃদয়বিদারক ঘটনা। নিজ দেশ ছেড়ে অন্য দেশে যাওয়াটা আমার কাছে অনেক কষ্টের।

এর আগে পোল্যান্ড-বেলারুশ সীমান্তে মধ্যপ্রাচ্য থেকে আসা হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী অবস্থান নেয়। অভিবাসনপ্রত্যাশীদের প্রবেশ ঠেকাতে সেখানে কয়েক হাজার পুলিশ মোতায়েন করে পোল্যান্ড সরকার। সীমান্তে এমন জটিল পরিস্থিতির জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দায়ী করেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী মারেউতস মোরাউইকি।

পোল্যান্ডের প্রধানমন্ত্রী অভিযোগ করেন, বেলারুশ কর্তৃপক্ষের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বেলারুশ সীমান্তের দিকে অভিবাসনপ্রত্যাশীদের ঠেলে দেওয়ার অভিযোগ করে তিনি বলেন, এ সংকটের মাস্টারমাইন্ড মস্কো।