শিরোনাম
তুরস্কের রাজধানী আঙ্কারায় একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
শুক্রবার ভোরে এলপিজি সিলিন্ডার বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: ডেইলি সাবাহ।
তবে কী কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা এখনও কর্তৃপক্ষ জানাতে পারেনি।
নিহত দুই জন হলেন— মুহাম্মেদ খাতান ও তার দুই বছর বয়সি মেয়ে মেলেক। তার পাঁচবছর বয়সি ছেলে ও অন্তঃসত্ত্বা স্ত্রীকে বাড়ির ধ্বংসাবশেষ থেকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। মাত্র পাঁচ বছর আগে খাতান তুরস্কে আসেন এবং গাড়ি মেরামতের দোকানে কাজ শুরু করেন।
ওই ভবনের বাসিন্দা ইয়াসিন মুরাত বলেন, বিস্ফোরণের কারণে ‘ভূমিকম্পের’ মতো কম্পন অনুভূত হয়েছে। আমি কিছু ভেঙে পড়ছে এমন এবং বাইরে থেকে প্রচুর চিৎকারে শব্দ শুনতে পেয়েছিলাম। আমি দেখলাম, পুলিশ আমাদের বাড়ি থেকে বের হয়ে আসার জন্য বলছে। দেখলাম জানালা ভেঙে গেছে। তবে আমাদের বাসায় আর কোনো ক্ষতি হয়নি।
শক্তিশালী বিস্ফোরণটির কারণে কেচিওরেন জেলার তিনতলা ভবনের বড় একটি অংশ ধ্বংস হয়ে গেছে।
শুক্রবার সকালে অ্যাম্বুলেন্স এবং অনুসন্ধান ও উদ্ধারকারী কর্মীরা ঘটনাস্থলে ঘণ্টার পর ঘণ্টা তল্লাশি চালিয়ে আহতদের উদ্ধার করে।